শর্মাজি নিমকি

শর্মাজি নিমকি

শর্মাজি নামকিন একটা গুরুত্বপূর্ণ ছবি। কি কারণে গুরুত্বপূর্ণ এইটা বলি। এইটা ঋষি কাপুরের শেষ ছবি। এই সিনেমা তিনি মরে যাওয়ার আগে শ্যুট শেষ করতে পারেননি। এই রকম অবস্থায় সাধারণত পরিচালক প্রযোজকরা ওই চরিত্রটাকেই পাল্টে আবার রিশ্যুট করে। কিন্তু এইখানে তা করা হয়নি। এইখানে ব্রিজ গোপাল শর্মার চরিত্রটির বাকি অংশে অভিনয় করেন পরেশ রাওয়াল। একই চরিত্রে দুই ব্যক্তির অভিনয় তা-ও আবার একটানা না, এইটা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা। এই জন্যই এই সিনেমাটা গুরুত্বপূর্ণ। আরও কিছু বিষয় আছে বলার মতোও। কিন্তু সেগুলো বলা জরুরি না বলে বললাম না।

ইলিয়াস কমল

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you