‘সাক্ষী ছিল শিরস্ত্রাণ’ : পড়ার পিপাসা

‘সাক্ষী ছিল শিরস্ত্রাণ’ : পড়ার পিপাসা

 

সাক্ষী ছিল শিরস্ত্রাণ’—
লিখসেন সুহান রিজওয়ান,
বাংলাদেশের কথাসাহিত্যিক

যতদূর মনে পড়ে, এই লেখকের তেমনকিসু পড়ি নাই ঠিক
আগে
এমন অনেক লেখক যাদেরে পড়তাম অনুরাগে—
এখন, ওভার দ্য টাইম, পড়ি না আর

বন্ধ হলো কতশত পুরানা পানশালার অভিসার

উঁচাই টিল্লার মাথায় উঠে
যেখানে লুটকি ফুলেরা ফোটে—
হেলায়ফেলায় হেলান দিয়া গাইতেসিলাম নয়া নাধাইর গান

আমি ও জয়দেব কর

অকুস্থল শ্রীহট্ট শহর
চর্যাপদের সান্দ্র রহস্যের মতো, অস্ফুট, বাঙময়

আমার এখনও পড়া নয়
কিন্তু পঠিতব্য বলে মনে হয়
রিভিয়্যুয়ার কবি ও অনুবাদক জয়দেব করের সপ্রশংস কথায়

সাক্ষি ছিল সন্ধ্যাবেলা, আমলকিগাছ, টাইটানিক টিল্লার সর্বোচ্চ উঁচায়।

জাহেদ আহমদ


গানপারে বইরিভিয়্যু ও বইনিউজ

জাহেদ আহমদ

Support us with a click. Your click helps our cause. Thank you!

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you