গ্রাসরুটসের গান, অনিয়মিত অসাহিত্যিক অবদমনাখ্যান ৯

গ্রাসরুটসের গান, অনিয়মিত অসাহিত্যিক অবদমনাখ্যান ৯

তোমাদের কল্যাণ কামনা
আমি আর করতে পারব না

যা করতেসো তোমরা তাতে সায় দিবার কিসু নাই
কিন্তু তোমরা আল্লার আশ্চর্য জন্তু, ভোদাই —
বিন্দুমাত্র সন্দেহ করি না তায়

ব্রিজের বাতাস খাইতে খাইতে এই বিষানো সন্ধ্যায়
চাই না বাহাস হোক আমায় তোমায়

কার্যত তোমাদের কল্যাণ কামনা মানে
এই নির্বিকার অনৈতিক উন্নয়নের গানে
মেতে থাকা হাসি’-ফ্যাসিক্রীড়ায়

বাগানচেরা রাস্তায় হাঁটতে হাঁটতে এই জিনিশ
হঠাৎ ইয়াদ হয়, ইশ্!
কত্তগুলি টিল্লা মারা যায়
টিপ্ল্যান্টার খয়রাতিবীরের অস্বাভাবিক অণ্ডকোষের চিপায়
আর সেই অণ্ডকোষজোড়ার মহিমায়
বিমুগ্ধ স্তুতি কীর্তিত হয় একশ কবির কলকাকলিত কবিতায়

সিনেমায়
এখনও মুক্তিযোদ্ধা-রাজাকার
যুগ্ম-বৈপরীত্যে ঘেরা আখ্যানবাজার
প্রবন্ধে, নাটকে এবং উপন্যাসে একই বিতং-করা কায়কারবার

কবিদের কমনসেন্স তুলনায় শার্প
দুপুরবেলায় বাসায় গ্র্যাসকার্প
রাইতের ডিনারটা আল্লায় চাহে তো সম্পন্ন করা যায়
প্যানেল মেয়র কাউন্সিলর অথবা শাসক দলের শহর কমিটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকের বাসায়

জেলা প্রশাসকের কার্যালয়
যাদের নিকট সত্যি সত্যি দ্বিতীয় কর্মস্থল মনে হয়
তা সত্ত্বেও প্রথম প্রিয়

সকলে শ্রেণিমতো প্রণয়প্রীতি নিয়ো

তোমাদের লগে রৌডসাইড টিস্টলে চেষ্টা করব প্রমিত ভাষায়
পার্টিসিপেইট করতে চা, চপ ও শিঙাড়া খাওয়ায়

তাছাড়া আমিও তো
তোমাদেরই মতো
চুক্কুমভোদাই
লিখতে লেগে এখনও দোচাই
বিবিধ দুঃখবেদনা

হাসতে হাসতে পেট ফেটে যেতে যেতেও পুরাপুরি ফেটে গেল না

তাতেই রক্ষা
আবক্ষা
জাতির পিতার টাইলসমূর্তির চিলতা ছায়ায় জিরাই
নিভন্ত চুরটে ফেরাতে প্রাণ পুনরায় হাতড়ায় বেড়াই

দিশলাই।।

জাহেদ আহমদ / ২০২৩


রিলেটেড রচনারা
গ্রাসরুটসের গান  ১ থেকে ৮
সাহিত্যমেলা নিয়া দু-চার কথা
জেলায় জেলায় বিভাগে বিভাগে সরকারি সাহিত্যমেলা
প্রশাসনের সাহিত্যমেলা আয়োজন ও বয়কটকারীদের অবস্থানপত্র

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you