গ্রাসরুটসের গান, অনিয়মিত অসাহিত্যিক অবদমনাখ্যান ২২

গ্রাসরুটসের গান, অনিয়মিত অসাহিত্যিক অবদমনাখ্যান ২২

তিনি নিভৃতচারী

দিন যায় পাইকারি
মনিবের তাঁবেদারি
উমেদারি বিবিধ ধুনফুন, ধান্দার

তিনি নীরবে নীরবে ন্যাংটা রাজার
সমর্থনে লেখেন পুষ্পপল্লবাচ্ছাদিত শত পঙক্তিবাহার

তার রাত কাটে না
বাজারে ব্যাংকে দেনা
পাওনা আদায় করে নেয়া চাই শিগগির

মহাপরিচালকের নিয়োগকর্তা অ্যাডমিন অথোরিটির সঙ্গে বেজায় রাখেন খাতির

তবু কোন ভুলে কেমন করে ফসকে গেল পুরস্কার
ফসকায়া যায় বারংবার
লক্ষ্মীর টুকরা মানিক রতন বঙ্গীয় কবিতার
সইতে পারেন না রাজার নাফরমানি
তৃণমূলে ক্যাচমা কাব্যযশকামী নিভৃত নন্দু ও নন্দিনীর তিনি ইন্সপিরেশন, জানি

লিডার, দালাল আর
ক্ষমতার শীর্ষ কর্মকর্তার
শোকর গোজার করেন তিনি ইয়ার্লি তিনবার
অবশিষ্ট সময় কারবার করেন, অবশ্যই, মিথ্যে কথার
যে-মিথ্যে একদম সত্যের মতো শোনায়
মানুষেরে বেকার ঘুরায়া মারে ব্যারাধুন্দায়

কবি, পিয়েচডি হি পরম তপ, প্রিয় ও শ্রদ্ধেয়
জেনো অপরিমেয়
ভক্তি ও তব কোটিলক্ষ চরণে সেলাম

উপর্যুক্ত রচনাটি ক্লিয়ার
বোঝা যাইত যদি নিভৃতচারী ন্যাক্কারজনকটির নাম স্পষ্ট করে যেতাম!

জাহেদ আহমদ


গ্রাসরুটসের গান প্রিভিয়াস

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you