কল্পনাও করতে পারবা না মালেকা-এ-জান
দুইহাজারতেইশে লেখক, কবি, শিল্পী ও সংস্কৃতিবিদ্বান
কোথায় নামতে পারে স্টেজে অ্যাক্ট করবার জন্যে
অ্যাডমিনের সঙ্গে একটা আলতো করমর্দন
তৈল ও তন্ত্রমন্ত্র যথাস্থানে অ্যাপ্রোপ্রিয়েইট টাইমে, রে ভোলা মন
ধন্য রাজার পুণ্যি তীর্থ ধন্য রাজার কন্যে
রে ভোলা মন, গহন মগন, ওরে ভোলা মাদার্চোদ মহান
মুখে মেনিমেকুরের মিয়াঁউ মিয়াঁউ দুগ্ধানুসন্ধান
সন্দেহের একফোঁটা আর অবকাশটাশ নাই
মিলে গেসে ক্যাল্কুলেশন
ওরে মন, ভোলাভালা, অরণ্যে যেমন
একচেটিয়া রাবারবৃক্ষের শাসন দেখতে পাই
বিহঙ্গ বসে না তাহে
লেখকেরা গান গাহে
একে একে স্টেজে নেমে ঘেমেনেয়ে অ্যাডমিন ক্যাডারদেরে ইম্প্রেস করায় ব্যস্ত
মরমি গীতিকা নিয়া আদুমচুদুম অভিসন্দর্ভগলায়
গাঁকগাঁক করে এদের লাইফ ফুরায়
এরা মানুষের চোদা না গরুচোদা তা নিরূপণের ভার মহাকালের হাতে ন্যাস্ত
এরা কাগজে লেখে, ম্যাগে ও ওয়েবে, এছাড়া আরও অন্যান্য মিডিয়ায়
নানাবিধ মনোবেদনা ঠাপাই ঠাপাই পিলোকাভার ভিজায়
কাব্যগ্রন্থে এবং গবেষণায় এরা ভারী ও উর্বর
মস্তিষ্ক ময়দা না-হলে কী আর মাদাগাস্কারগুলা দাঁত বিজলায়া হাসতে পারত?
গরুসমাজ এহেন কথায় হলেও হতে পারে আহত
প্রয়োজনে অ্যাপোলোজি সিক্ করব সত্বর
গরুদের কাছে;
এরশাদের শাসনামলে যেমন বক্ষিলারা বারোমাস কবিতা আওড়াত বনেলা গাছে গাছে
সেয়ানা শালাগুলা শাঁসালো কবিত্ব করতে যেয়ে স্টেজে নেমে অ্যাক্টিং করে
অ্যাডমিন ক্যাডারের সনে;
লেজেহুমু অবিকল কবিতা পাড়তে যেত হংস যথা যায় বাদাবনে
টেড হিউজ ও কয়েক ডজন বঙ্গকবি ডিকিতে ভরে নিয়ে গেসিলো খুলনায় পোয়েট্রি পড়ার প্রহরে
এদের প্রত্যেকের মুখ ও মদত, অ্যাসহোল, ডিক
বইয়ের পাতায় এন্ট্রি দিয়া রাখসেন মোহাম্মদ রফিক
খোলা কবিতায়
দ্বিসহস্রতেইশে এই বিপন্ন বদ্বীপে হেরিনু হন্তারকের শান্ত সাপোর্টার
হিস্ট্রি রিপিট করে,— এরশাদের সেই বিকলাঙ্গ স্তবকারগুচ্ছ পুনর্বার
উদিত দুঃখের দেশে, ডাইলভাতে, ভেদবমি ছিটায়
ইহাদের নামগুলি লিখা রাখি কিবোর্ডে, রেকর্ডে, এমেসোয়ার্ডপৃষ্ঠায়।।
— জাহেদ আহমদ / জুন ২০২৩
রিলেটেড রচনারা
গ্রাসরুটসের গান ২
গ্রাসরুটসের গান ১
সাহিত্যমেলা নিয়া দু-চার কথা
জেলায় জেলায় বিভাগে বিভাগে সরকারি সাহিত্যমেলা
প্রশাসনের সাহিত্যমেলা আয়োজন ও বয়কটকারীদের অবস্থানপত্র
- ফিউরিয়োসা - September 26, 2024
- অনবরত অনুসন্ধান || সজীব তানভীর - September 26, 2024
- অ্যাক্টর্স জার্নাল : শতেক পাতার লাইনটানা ব্ল্যাঙ্ক নোটবুক - September 26, 2024
COMMENTS