খেলা হবে, খেলা হচ্ছে
খেলাই তো হয়
আর কিসু নয়
বাংলাদেশে
সেইটা শকাব্দপূর্বেকার হোক বা হাজারতেইশে
লেখকেরা পাওয়ারের পরোয়ারদেগারি করে
অক্ষরে, অঙ্গসঞ্চালনায়, সুরে
ঠারেঠোরে
সেকাল, একাল এবং যে-কাল অচ্ছে
খেলা হবে, কনফার্ম, খেলা তো হচ্ছে
খেলায় খেলায় খেয়ালি হাওয়ায় কাছে এবং দূরে
খেলতেসে দিন অগোচরে
তোমার আমার উহার তাহার সবাকার শহরে।
*
লেখকরা লেখে আর প্রকাশক ছাপে
সেলেব্রেটি উভয়েই মিডিয়ার ঠাপে
কে পড়ে কাহার লেখা কার লালা চাটে
অ্যাডমিন ক্যাডারের বইয়ের মলাটে
একে একে লেখকেরা লাইক ঠাপায়
কেউ কেউ কমেন্টেরও বন্যা ভাসায়
ভেসে যায় অন্যায় গাঙে নাই পানি
পকেটে পয়সা আছে চারানি-আটানি
ডিজিটাল বাঙলায় এই পয়সায়
বালছাল কোনোকিসু ক্রয় নাহি যায়
না গেলে না যাবে কেনা সাহিত্যিক ভাবে
লেখকের কাজ থাকা শাসকের তাঁবে।
Latest posts by গানপার (see all)
- ভিক্টোরিয়া অ্যামেলিনা ও যুদ্ধদিনের ইউক্রেনীয় কবিতা || জয়দেব কর - February 17, 2025
- মাসুম পারভেজ : কবি, কাব্যগ্রন্থহীন || সরোজ মোস্তফা - February 7, 2025
- ছত্তার পাগলার সন্ধানে আহমেদ স্বপন মাহমুদ ও সরোজ মোস্তফা - January 28, 2025
COMMENTS