খেলা হবে, খেলা হচ্ছে
খেলাই তো হয়
আর কিসু নয়
বাংলাদেশে
সেইটা শকাব্দপূর্বেকার হোক বা হাজারতেইশে
লেখকেরা পাওয়ারের পরোয়ারদেগারি করে
অক্ষরে, অঙ্গসঞ্চালনায়, সুরে
ঠারেঠোরে
সেকাল, একাল এবং যে-কাল অচ্ছে
খেলা হবে, কনফার্ম, খেলা তো হচ্ছে
খেলায় খেলায় খেয়ালি হাওয়ায় কাছে এবং দূরে
খেলতেসে দিন অগোচরে
তোমার আমার উহার তাহার সবাকার শহরে।
*
লেখকরা লেখে আর প্রকাশক ছাপে
সেলেব্রেটি উভয়েই মিডিয়ার ঠাপে
কে পড়ে কাহার লেখা কার লালা চাটে
অ্যাডমিন ক্যাডারের বইয়ের মলাটে
একে একে লেখকেরা লাইক ঠাপায়
কেউ কেউ কমেন্টেরও বন্যা ভাসায়
ভেসে যায় অন্যায় গাঙে নাই পানি
পকেটে পয়সা আছে চারানি-আটানি
ডিজিটাল বাঙলায় এই পয়সায়
বালছাল কোনোকিসু ক্রয় নাহি যায়
না গেলে না যাবে কেনা সাহিত্যিক ভাবে
লেখকের কাজ থাকা শাসকের তাঁবে।
Latest posts by গানপার (see all)
- আজ বাজার মে পা-বা-জৌলন চল / ফয়েজ আহমেদ ফয়েজ || তর্জমা / নাফিস সবুর - December 27, 2025
- লোককবি অন্নদারঞ্জন দাস ও তাঁর গান || জফির সেতু - December 27, 2025
- লোককবি তাজউদ্দিন ও তাঁর গান || জফির সেতু - November 25, 2025

COMMENTS