পৃথিবীর সব মানুষের দুঃখ এনে একজায়গায় জড়ো করলেও ফিলিস্তিনের একটা শিশুর পা হারানোর দুঃখের সমান হবে না।
এদের প্রপিতামহ, পিতামহ, পিতা সবাই মার খেয়ে যাচ্ছে। এদের এই যন্ত্রণা বইবার ক্ষমতা জানে তাদের প্রতিটি অনাগত শিশু।
মাত্র ৯ মাস যুদ্ধ করে আমরা কী ঘৃণা প্রদর্শন করি পাকিস্তানিদের! আমাদের কতটা অভূতপূর্ব ভালোবাসা স্বাধীনতার প্রতি!
নিজেকে একজন ফিলিস্তিনির জায়গায় ভাবলে মনে হয় যদি এই পৃথিবীর কোনো মানুষ ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে না দাঁড়ায় তাহলে সে এই মানবসভ্যতার একজন নিকৃষ্ট সন্তান।
ফিলিস্তিনিদের সামনে কোনো বাঁচার উপায় নেই, কিন্ত এরা নির্দ্বিধায় মরে যেতে চাচ্ছে।
এদের প্রতিটা নারী শিশু জন্মায় আর যুদ্ধের সময় শিশু নিয়ে পালায় একমাত্র যুদ্ধে পাঠানোর জন্য। মায়েরা শুধু শহিদ হবার জন্য কষ্ট করে বাচ্চা জন্ম দেয় আর বড় করে।
ফিলিস্তিনি ছাড়া এই রকম আর দুনিয়ার কোথায় কোন মা দেখা গেছে যারা মৃত সন্তান মনে করে জলপাইগাছ ভালোবাসে?
এ-ই হলো প্যালেস্টাইন।
এদের দুঃখ তর্জমার ভাষাই এই পৃথিবীর একমাত্র শুশ্রূষা এখন।
- সরস্বতী বিশ্বলোকে || সুশান্ত দাস - January 23, 2026
- আব্বাসউদ্দীন আল মাহমুদ - January 7, 2026
- ছবিলেখকের মিত্রকলা - January 6, 2026

COMMENTS