বাংলাদেশের মুক্তিযুদ্ধে শুধু জনতা, হরতাল, আর বন্দুক আসল শক্তি ছিল না। সংগীত ছিল বিশাল বড় প্রেরণা। রবীন্দ্রসংগীত নিষেধ করেও আইয়ুব খান জনতার বিস্ফোরণ আটকাতে পারেনি। আব্বাস উদদীনের গান সহ্যই করতে পারত না পাকসেনারা।
নিজের দেশ, মাটি, ঘর, উঠান ফেলে আসা এই রোহিঙ্গাদের জন্য প্রাণটা বড় কান্দে। আশা রাখি, তারাও একদিন তাদের ফেলে-আসা দেশে ফিরতে পারবে।
এইসব শিল্পীরা প্রতিদিন, প্রতিটা মুহূর্ত তাদের বাঁচিয়ে রাখছে। স্যালুট!
দেখুন ইন্টার্ন্যাশন্যাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) প্রযোজিত রোহিঙ্গাদের গানবাজনার দুর্দান্ত ডক্যুমেন্ট্রি, ইউটিউবে অ্যাভ্যাইল্যাবল, লিঙ্কটি নিচে সেঁটে দেয়া যাক।
আরার রোহিঙ্গা গানর হথা (দ্য স্টোরি অফ রোহিঙ্গা মিউজিক)
অবদায়ক / সত্যজিৎ সিংহ
Latest posts by গানপার (see all)
- কাব্য ও বিজ্ঞান || শ্রীঅশোকবিজয় রাহা বি.এ - January 14, 2025
- মুরারিচাঁদ কলেজ, অশোকবিজয় রাহা এবং একটি অগ্রন্থিত রচনা || মোহাম্মদ বিলাল - January 14, 2025
- জনতার কাব্যরুচির প্রতীক || ইলিয়াস কমল - December 14, 2024
COMMENTS