ক্রান্তিকাল হতে মহাপ্রলয় — নাই নাই নাই || মাকসুদুল হক

ক্রান্তিকাল হতে মহাপ্রলয় — নাই নাই নাই || মাকসুদুল হক

বোবার কোনো শত্রু নাই, পাগলের কোনো বন্ধু নাই
কালার কোনো শব্দ নাই, অন্ধের কোনো সন্দেহ নাই
ল্যাংড়ার কোনো গতি নাই, বৃদ্ধের কোনো সম্মান নাই
ভালোবাসায় কোনো প্রেম নাই
প্রেমে কোনো ভালোবাসা নাই
গরিবের কোনো খাদ্য নাই,
ধনীর মনে শান্তি নাই
কাঠমোল্লার রহম নাই
বাউলপ্রান্তরে ভক্তি নাই
ধান্দাবাজেরও কমতি নাই
অশিল্পীদের শিল্প নাই, শিল্পীর কেনো জীবিকা নাই
কান্নার কোনো অশ্রু নাই, অশ্রুর কোনো আর্দ্রতা নাই
আর্দ্রতার কোনো সময় নাই, সময়েরও অসময় নাই
সাংবাদিকের দিক নাই, দিকের এদিক-সেদিক নাই
হৃৎপিণ্ডের আত্মা নাই, আত্মার কোনো স্বস্তি নাই
রূপকের কোনো রূপ নাই, রূপের কোনো মেকআপ নাই
আগামীর নিশ্চয়তা নাই, অনিশ্চয়তার ক্ষমা নাই
ক্ষমায় কোনো পাপ নাই, পাপে কোনো পুণ্য নাই
জীবনে বেঁচে থাকার তাগিদ নাই
তাগিদের কোনো ভরসা নাই
জীবনযুদ্ধের অন্ত নাই, অন্তেরের কোনো অন্তর নাই
কাল আছি আজ নাই, গতকাল বলে কথা নাই
পরশুর কোনো আগামীকাল নাই
আমলাতন্ত্রের গামলা নাই, গামলায় কোথাও ফুটো নাই
ফুটানির ফেইসবুকে বুক নাই, বুকপিঠ আছে মাথা নাই
দুর্গন্ধের কোনো সুগন্ধি নাই, সুগন্ধের মুখে মাস্ক নাই
মাস্ক ব্যবহারের বিচার নাই, বিচারের কোনো স্ট্রেচার নাই
স্ট্রেচার আছে ক্যানোলা নাই
ক্যানোলা আছে কামান নাই
কামানোর কোনো সুযোগ নাই
হসপিটালে অক্সিজেন নাই
অক্সিজেনে কোনো ভেজাল নাই
খোলা আছে বন্ধ নাই
বন্ধের কোনো সঙ্গ নাই
সঙ্গের কোনো সংজ্ঞা নাই
অসংলগ্নের লঙ্ঘন নাই
বিধাতার কোনো বিধান নাই
বিধান আছে প্রধান নাই
নেগেটিভের পজিটিভ নাই
পজিটিভের লজ্জা নাই
করোনাদেবীর করুণা নাই, করণীয়র কোনো সুযোগ নাই
বেঁচে আছি নাকি বেঁচে নাই, তা নিয়ে সংশয় থেকে যায়
আমি আছে তুমি নাই, তুমি আছো সে নাই
সেই থেকে এই নাই
এই আছি এই নাই

পল্লবী, ১১ জুলাই ২০২১

ব্যনারে ব্যবহৃত ছবির শিল্পী / সত্যজিৎ রাজন


মাকসুদুল হক রচনারাশি

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you