শান্তি হোক, হে দেবতা! || আনম্য ফারহান

শান্তি হোক, হে দেবতা! || আনম্য ফারহান

আমি জানি একজন মানুষ কতটা প্রেমিক হলে গাইতে পারেন :

“পড়ে না চোখের পলক” …

কী রকম যাতনা থাকলে গাওয়া যায় :

“ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো” …

জানি একজন মানুষ কতটা আশা জিইয়ে রেখে গেয়ে উঠতে পারেন :

“তুমি আজ কথা দিয়েছো”…

জানি জানি, কী ব্যাকুলতা আর একাকিত্ব থাকলে মিলনের শ্বাসরোধী কথা গাইতে পারা যায় এমন গানে :

“তুমি মোর জীবনের ভাবনা” …

— গীতিকার-সুরকারের মাহাত্ম্য সহ-ই একজন শিল্পী স্বকীয়। বাংলা প্লেব্যাকে একজন নিবেদিত এবং জাত শিল্পী ছিলেন এন্ড্রু কিশোর।

জায়গা তো কিছুই পূরণ হয় না। শূন্য আরেক শূন্যে বিলীন হয় মাত্র। চরাচরে গল্প আমদানি হয় হরেক। তবু ছাপ রেখে যাওয়া সময়রে ভোলে কে?

শান্তি হোক হে দেবতা!

… …

COMMENTS

error: