এক শিশি গন্ধহীন ফ্রেইগ্রানস

এক শিশি গন্ধহীন ফ্রেইগ্রানস

দুইহাজারদশের বই

লিখসেন মণীন্দ্র গুপ্ত
পূজাবিধিলুপ্ত
কবি তিনি, নিশ্চয়
নিতান্ত অল্প বয়সেই তাঁর গদ্য ও কবিতার লগে পরিচয়

ইত্যবসরে দে’জ  থেকে বেরোনো বইগুলা তাঁর
নম্র করে রেখে যায় দিনগুলা আপনার, আমার

কুক্ষণে শ্রেষ্ঠ কবিতাটা হারায়া যায়

অ্যানিওয়ে, এইটা আবার কালেক্ট করব উপায় কই
ডিমের হালি ছিয়াত্তর টাকা, প্রায় আশি
দেশের নাম সোনার বাংলা, আমি যারে পেটপোড়া ভালোবাসি

কিন্তু সার্ভাইভ করব কেমন করে
এই নিঃশ্বাস-আটকানো শহরে

আমি তো লোক্যাল টাইকুন সুন্নত চৌধুরীর নাতি নই

বিকালবেলায়
একটু উড়তে না-পারলে তো উটপাখিই রইলায়
দেখতেশুনতে পাখির মতো অথচ উড়বার নাই চান্স

মণীন্দ্র গুপ্ত দুইহাজারদশে
একটা-কোনো অবসরপ্রাপ্ত ঘরের ভিতর বসে বসে
মরবার আট বছর আগে
ব্যথাশান্ত অনুরাগে
লিখতেসেন এই চিহ্নাচিহ্নবিনিশ্চয়

এক শিশি গন্ধহীন ফ্রেইগ্রানস !
জাহেদ আহমদ


গানপারে মণীন্দ্র গুপ্ত

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you