সোহানুর রহমান সোহান : ডেথ অফ অ্যা ডিরেক্টর

সোহানুর রহমান সোহান : ডেথ অফ অ্যা ডিরেক্টর

বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান। তাঁর হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি-পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি। গতকাল ১২ সেপ্টেম্বর ২০২৩ তার স্ত্রী মারা গেলেন ব্রেইন স্ট্রোক করে। বাংলাদশের সিনেমার ইতিহাসে নিজের জায়গা করে নিয়েছেন সোহান। শেষ দিকে কিছু এলোমেলো কথাবার্তা বলে আলোচিত ও সমালোচিতও হয়েছিলেন। কিন্তু এখন তিনি অতীত। আজ ১৩ সেপ্টেম্বর ২০২৩ তিনিও বরণ করে নিলেন মৃত্যু। ঘুমের মধ্যেই মারা গেলেন।

সোহানুর রহমান সোহান যে ক্র্যাফ্টসম্যানশিপ দেখাইছেন ফ্রেম বাই ফ্রেম কপি করায়, তা-ও বেশ ক্ষমতার কাজ। কিন্তু লোকটা যদি ভারতে বুঁদ না হয়ে হলিউডেও হইতো, দেশের সিনেমায় তার প্রভাব থাকতো বেশ।

ইলিয়াস কমল

পরের পোষ্ট
আগের পোষ্ট

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you