ট্রাকড্রাইভিং ম্যান। আর্লি সিক্সটিজের এই জনপ্রিয় কান্ট্রি-স্যঙটা Terry Fell-এর লেখা এবং গাওয়া।
১৯৫৪-র ঘটনা।
কিন্তু ওই একই ব্যান্ডের (Terry Fell and The Fellers) সদস্য Buck Owens-ও গাইছিলেন পরে ১৯৬৫-তে। চমৎকার হইছিল ওনারটা। কান্ট্রি মিউজিকের ওই গিটারসাউন্ড এবং ফ্রেশনেসটা ইলেক্ট্রিফায়েড হিসাবে পাওয়া যায়।
রেকর্ডিং স্টুডিও টেক্নিক্যলি ডেভেলাপ করায় সাউন্ডের একটা ভূমিকা তো থাকেই।
প্রায় সব কান্ট্রিমিউজিশিয়ানই এই গানটা করছিলেন। ইউটিউবে আছে অনেকগুলা। আমার Buck Owens-এরটাই ভালো লাগে। ওইটার লিঙ্ক রইল। স্পটিফাইতেও এইটা আছে।
Buck Owens সত্যি সত্যিই ট্রাকড্রাইভার ছিলেন।
ট্রাকড্রাইভিং ম্যান, ইন্ট্রো ও তর্জমা : আনম্য ফারহান, মে ২০২৪
ট্রাকড্রাইভিং ম্যান
টেক্সাসের একটা রোডহাউসে থামছিলাম
হামবার্গার ড্যান নামের একটা ছোট্ট জায়গা ছিল সেইটা
আমি সেই পুরানা জুকবক্সটা বাজতে শুনলাম
বাজতেছিল একজন ট্রাকড্রাইভার সম্পর্কে একটা গান
আমাকে আরেক কাপ কফি ঢাইলা দাও
কারণ এইটা এই দেশের বেস্ট
তারপর জুকবক্সে একটা ৫ সেন্টের নিকেল ঢালব
আর ট্রাকড্রাইভিং ম্যান গানটা বাজাব
ওয়েট্রেস ঠিক তখন আমার জন্য কিছু কফি নিয়া আসছিল
আমি তাকে ধন্যবাদ জানাইছিলাম, কিন্তু আবার ডাকছিলাম
বলছিলাম ওই পুরানা গানটা ঠিক আমার সাথে মিলে
কারণ আমি নিজেই একজন ট্রাকড্রাইভার
আমাকে আরেক কাপ কফি ঢাইলা দাও
কারণ এইটা এই দেশের বেস্ট
তারপর জুকবক্সে একটা ৫ সেন্টের নিকেল ঢালব
আর ট্রাকড্রাইভিং ম্যান গানটা বাজাব
আমি আবার গিয়া আমার পুরানা সেমিট্রেলারে উঠছিলাম
এবং পরে, ঝটপট কইরা চইলাও গেছিলাম
পুরানা ট্রাকের চাকাগুলা ঘুরতেছিল
আমি সান এন্টোনের পথে যাইতেছিলাম
আমাকে আরেক কাপ কফি ঢাইলা দাও
কারণ এইটা এই দেশের বেস্ট
তারপর জুকবক্সে একটা ৫ সেন্টের নিকেল ঢালব
আর ট্রাকড্রাইভিং ম্যান গানটা বাজাব
আর ট্রাকড্রাইভিং ম্যান গানটা বাজাব
২৪/৫/২০২৪
- ১৫, ১৬, ১৭, ১৮ … || আনম্য ফারহান - August 9, 2024
- গুড ভার্সাস ইভিল সবসময়ই কন্টেক্সট মুখাপেক্ষী || আনম্য ফারহান - July 15, 2024
- সভ্য সমাজের পার্কে পাব্লিক টয়লেটে প্রবেশমূল্য || আনম্য ফারহান - July 11, 2024
COMMENTS