টুকটাক সদালাপ ২৩

টুকটাক সদালাপ ২৩

শেয়ার করুন:

সুবিমল মিশ্রকে এর আগে গ্রাফিকালি কেউ ইন্টারপ্রেট করেছে কি না জানি না। তবে এটা একটা দারুণ প্রেজেন্টেশন। সম্বরন দাসের ‘গান্ডুর মুন্ডু’ সংগ্রহে আছে, সেখানেও তার উজ্জ্বল উপস্থিতি টের পাই। স্পিডি রাফ ব্রাশ স্ট্রোকে গল্প বলা। এক কথায় অসাধারণ।

পাশাপাশি উৎপল দত্তর গদ্য সংগ্রহটা অনেকদিন ধরেই খুঁজছিলাম। আকাশবাণীর সাংবাদিক বন্ধু শ্রীজিতা সেটা পাঠাল। উৎপল দত্তর গদ্য এর আগে কিছু পড়েছি, ফলে এই সংগ্রহটা তাকে জানবার আরও সুযোগ করে দিলো।

আর কলেজ স্ট্রিটের বন্যা আর ঢাকার বৃষ্টি মাথায় নিয়ে সেঘার্থ বইগুলো আমাকে পৌঁছে দিলো বলে তার প্রতি অশেষ কৃতজ্ঞতা আর ভালোবাসা।

ধন্যবাদ সেঘার্থ বিশ্বাস, তোমার কল্যাণে শ্রীজিতার উপহার আর সম্বরনদার নতুন বইখানা পাওয়া গেল।

শিবু কুমার শীল ০৭ অক্টোবর ২০২৫

শিবু কুমার শীল রচনারাশি
টুকটাক সদালাপ সমস্ত

শিবু কুমার শীল
শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you