২০১৯ সালে ‘মেঘদল’ প্রথমবারের মতো কাপ্তাই যায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট-এর আমন্ত্রণে। কিন্তু মঞ্চে ওঠার পরপরই শুরু হয় তুমুল ঝড়; ফলে, সব আয়োজন পণ্ড হয়ে যায়। আমরা ফিরে আসি সেই ঝোড়ো বৃষ্টির মধ্যে শো না-করার বিষণ্ণতা নিয়ে।
এবার ২০২৫-এর ৪ জানুয়ারি রক্তিম ৫৫ ব্যাচ মেঘদলের অসম্পূর্ণ কন্সার্টটি সম্পন্ন করার সুযোগ করে দেন আমাদের আমন্ত্রণ জানিয়ে। মেঘদল গতকাল সুইডিশিয়ানদের সাথে এক আসরে গলা মিলিয়ে গেয়েছে সেইসব না-শোনানো গান। আর ফেরার পর আজ দেখলাম সেই ব্যাচের গাওয়া ‘রোদের ফোঁটা’। এটি রোদের ফোঁটার বেস্ট কাভার হয়ে থাকবে সকল সময়ের জন্য। এত শক্তি এত ঐক্য এত ভালোবাসা এই সমবেত পরিবেশনায় যা মেঘদলকে সম্মানের চূড়ায় বসালো যেন। আমরা কৃতজ্ঞ তাদের প্রতি।
বিদায়ী ৫৫ ব্যাচকে মেঘদলের পক্ষ থেকে আরেকবার ভালোবাসা জানাই।
—শিবু কুমার শীল ০৫ জানুয়ারি ২০২৫
Latest posts by শিবু কুমার শীল (see all)
- টুকটাক সদালাপ ৬ - January 18, 2025
- টুকটাক সদালাপ ৫ - January 18, 2025
- টুকটাক সদালাপ ৪ - January 17, 2025
COMMENTS