রাশাদ ইমাম তন্ময়ের নতুন গ্রাফিক নভেল আসছে। আমাদের প্রকাশনা জগতে এই ধরনের কাজ নিসন্দেহে নতুন সংযোজন।
তন্ময় বইটি শুধু আঁকেইনি প্রকাশের ঝক্কিও নিয়েছে। এটি কম কথা নয়। আমার অনেক শুভকামনা রইল এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি।
রুস্তম পালোয়ান রক্স!
বাংলা ভাষায় নির্মিত এই গ্রাফিক নভেলটি কিনতে চাইলে ‘কার্টুন পিপল’ নামে যে-ফেইসবুকপেইজটি আছে, এখানে নক দিতে পারেন। আরও যা যা গ্রাফিক নভেল সেখানে শো-কেইসড আছে, সেগুলোও দেখতে পারেন ও স্টক অ্যাভেইলেবল থাকলে কেনার সুযোগ তো থাকবেই।
তাছাড়া, আর্টিস্টের নিজস্ব ‘তন্ময় কার্টুন্স‘ পেইজেও ঢুঁ দিতে পারেন।
—শিবু কুমার শীল ১৩ জুন ২০২৩
Latest posts by শিবু কুমার শীল (see all)
- টুকটাক সদালাপ ২১ - August 13, 2025
- টুকটাক সদালাপ ২০ - August 4, 2025
- টুকটাক সদালাপ ১৯ - June 24, 2025
COMMENTS