দেশান্তরী গরিবের কম্যুনিটি ক্রাইসিস ম্যানেজমেন্ট || সুমন রহমান

দেশান্তরী গরিবের কম্যুনিটি ক্রাইসিস ম্যানেজমেন্ট || সুমন রহমান

শেয়ার করুন:

ঢাকা শহরে রিকশা চলবে কি চলবে না, সেটা ফেসবুকে সিদ্ধান্ত নেয়ার মামলা নয়। সেই আলাপটা হতে হবে সোশিয়োলোজি, ডেমোগ্রাফি, পলিটিক্স, ইকোনোমিক্স এবং আরবান প্ল্যানিঙের ডোমেইনে। আশ্চর্যের বিষয়, আলাপ সেখানে নাই। অথচ রিকশা হচ্ছে দেশান্তরী গরিবের কম্যুনিটি ক্রাইসিস ম্যানেজমেন্ট। রাষ্ট্র যখন তার চাহিদাকে ডিল করতে পারে না, রিকশা তখন করে। কিন্তু রিকশা একটা আয়ুক্ষয়ী ম্যানেজমেন্ট। ফলে, সমীকরণটা দাঁড়ায় : রিকশা না-চালালে জীবন চালানো দায়, আবার রিকশা চালালেও অল্পদিনে জীবনের ক্ষয়। যে-কারণে রিকশায় ব্যাটারি বসে। এটাও ক্রাইসিস ম্যানেজমেন্ট। রাষ্ট্র যখন কোনো দায়িত্বই নেয় না, মানুষ তখন এভাবে নিজেদের স্বল্পমেয়াদে এবং দীর্ঘমেয়াদে বাঁচানোর চেষ্টা করে।

ব্যাটারি-চালিত রিকশা একটা ঝুঁকিপূর্ণ যান। কোনো সন্দেহ নাই। কিন্তু এই যান আরো অনেক দেশেই আছে। তারা ঝুঁকিকে নানাভাবে মিনিমাইজ করে নিয়েছে। ব্যাংককের রিকশাগুলোও ব্যাটারিতে চলে। কিন্তু সেগুলো লম্বা আর চওড়া হওয়ায় অত জোরে চলে না। ফলে ঝুঁকিও কম। ব্যাংকক রিকশা ব্যান করেনি। সীমিত করেছে। সেখানে রিকশা অ্যাপেও চলে, ট্যাক্সির সাথে পাল্লা দিয়ে।

রিকশা ব্যান করে করবেন কি, রিকশাঅলাকে তো আর খেদিয়ে গ্রামে পাঠাতে পারবেন না। সেখানে তার জন্য জীবিকা নাই। বড় বড় কথা অনেক বলা যায়, কিন্তু গ্রামে বা মফস্বলে মানুষের জন্য কর্মসংস্থান হয় না। ফলে, আস্ত একটা দেশ ঢাকামুখী হয়ে গেছে। ডাক্তার থেকে ভিক্ষুক, শিক্ষক থেকে দর্জি — সবাই ঢাকা আসতে চায়। রিকশাঅলার দোষ কি!

ফলে, আরবান প্ল্যানিং ডোমেইন যা সাজেস্ট করবে, পলিটিক্স তা গ্রহণ করতে পারবে না। প্রধানমন্ত্রীর ঘোষণায় সেটাই দেখা গেল। এখন সোশিয়োলোজি আর ডেমোগ্রাফি বরং ইকোনোমিক্স আর প্রকৌশলবিদ্যার সাথে বাহাসে বসুক। ঢাকায় রিকশা থাকবে। কিন্তু সেই রিকশার ধরন বর্তমানের রিকশার মতো থাকবে না। আমাদের যন্ত্রপ্রকৌশলীরা একটা গ্রহণযোগ্য রিকশার ডিজাইন করে দিতে পারতেন! কেন করলেন না, এটা খুব আশ্চর্যের বিষয়।

রিকশা-গ্যারেজের শয়তান মালিকেরা আমাদের চোখের সামনে রিকশাকে দিন দিন এমন স্লিমফিট বানায়ে ফেলছে যে, একটা রিকশায় একজনের বেশি বসাই যায় না। এটা আপনাদের চোখের সামনে ঘটল, আর আপনারা ব্যস্ত থাকলেন আপনাদের জামাকাপড়ে কিভাবে রিকশা পেইন্টিঙের মোটিফ ইউজ করবেন তা নিয়ে। রিকশা থাকবে কি থাকবে না সেই তর্কে!


সুমন রহমান রচনারাশি

শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you