রাজনৈতিক রচনা ক্যাটাগরিতে ভিক্টোরিয়া অ্যামেলিনা পেলেন অরওয়েল পুরস্কার ২০২৫

রাজনৈতিক রচনা ক্যাটাগরিতে ভিক্টোরিয়া অ্যামেলিনা পেলেন অরওয়েল পুরস্কার ২০২৫

শেয়ার করুন:

চলতি বছরের অরওয়েল প্রাইজ় ফর পলিটিক্যাল রাইটিং-এর সম্মানে ভূষিত হলেন ভিক্টোরিয়া অ্যামেলিনা। অ্যাওয়ার্ডটি তিনি পেয়েছেন তাঁর ‘লুকিং অ্যাট উইমেন, লুকিং অ্যাট ওয়ার’ বইয়ের জন্য।

২০২৩ সালে ইউক্রেনের ক্রামাটর্স্ক শহরে একটি রেস্তোরাঁয় রাশিয়ার বোমা-হামলায় লেখক ভিক্টোরিয়া অ্যামেলিনা প্রয়াত হন। মরণোত্তর পুরস্কারটি লেখকের পক্ষে রিসিভ করেন তাঁর আত্মীয়দের মধ্যে একজন প্রতিনিধি।

অরওয়েল প্রাইজ় ফর পলিটিক্যাল ফিকশন-এর জন্য পুরস্কৃত হয়েছেন ডোনাল রায়ান। সাংবাদিকতার জন্য এই প্রাইজ় পেলেন জেনি ক্লিম্যান। রিপোর্টিং হোমলেসনেস প্রাইজ় পেয়েছেন সাইমন মারফি।

গানপার নিউজ ডেস্ক

শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you