প্রুফ্রকের প্রাণ

প্রুফ্রকের প্রাণ

I have measured out my life with coffee spoons

কফির চামচ দিয়ে কে যেন জীবন
করেছেন নিদারুণ সঠিক ওজন
শুনেছি শুনেছি তার নাম এলিয়ট
আলফ্রেড প্রুফ্রকের গানে স্ন্যাপশট
পেয়েছিনু বহু আগে ব্যক্তির মুখ
তুলে ধরে সমাজের গভীর অসুখ
এবং সবার শেষে সে-ই জিতে যায়
টিএস এলিয়টের প্রেমকবিতায়
এবং আমিও ঠিক মনে করি তা-ই
দৃশ্যত মরেছি কিন্তু আমি মরি নাই
না আমি দেবতা নই অথবা অমর
নই কোনো যুবরাজ বা রাজ-অনুচর
আমার চলার রেস্ত আমার সঞ্চয়
আমাকেই স্বীয় হস্তে উপার্জিতে হয়
এবং আমার গান গাই আমি নিজে
যেহেতু চণ্ডাল আমি যুক্ত নহি দ্বিজে
তবু আমি মরি নাই মরিব না কভু
যত-না কোশেশ তুমি করে যাও প্রভু
ওই এসে দাঁড়াতেসে আমার সন্তান
রেখে গেনু ওর হাতে গচ্ছিত প্রাণ
এবং আবার আমি ফিরিব আবার
ফিরে ফিরে আসাতেই আমার সৎকার।।

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you