উত্তমকুমার কেন মহানায়ক?
সাধারণ অর্থে মহানায়ক বলা হয় তাকেই যে নায়কদের মধ্যেও সেরা বা আরও বড় কিছু। যেমন মহামানব। মহামানবও মানুষের মধ্য থেকেই উঠে আসে। তেমনি মহানায়কও উঠে আসে আর-দশটা নায়কদের মধ্য থেকেই। উত্তমকুমার সম্পর্কে যে-কথাটা বলে মানুষ সবচেয়ে বেশি এই প্রশ্নের উত্তর দিতে আসে, তা হইলো সত্যজিৎ রায়ের একটা মন্তব্য। সেই মন্তব্যে মানিকবাবু বলেছিলেন, “ক্যামেরাকে তো পাত্তাই দেয় না দেখছি, অভিনয়ে থিয়েটারের গন্ধও নেই। বেশ স্বাচ্ছন্দ্য এবং সাবলীল।” কিন্তু শুধু সাবলীল অভিনয় করার জন্যই একটা মানুষ মহানায়ক হয়ে গেল? মোটেও না।
আপনি যদি উত্তমকুমারের অভিনয় দেখেন, যে-বিষয়টা আপনি খেয়াল করবেন তা হলো তার অভিনয় হচ্ছে অ-অভিনয়; নিউ-রিয়েলিজমে যেইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই নিউ-রিয়েলিজম কিন্তু বাংলা সিনেমায় আনছেন সত্যজিৎই। আর তার যে বিশ্বব্যাপী কদর, এইখানে বাংলাভাষার সিনেমা-ইন্ডাস্ট্রিতে কিন্তু তার প্রভাবের পরও তো বাণিজ্যিক সিনেমার তারকাদের কাছে কিছুটা নাক উঁচিয়ে দেখার প্রবণতা ছিলই। এই প্রবণতার মাঝখানে যখন এই দুই নায়কের সাক্ষাৎ হয় ‘নায়ক’ সিনেমায়, ওই ছবির কাজ মানে শ্যুটিং শুরুর আগে কলকাতার শ্যুটিংপাড়ায় চাপা উত্তেজনা কাজ করত এ নিয়ে যে, একজন তো সেরা নায়ক। তার সাথে ওরম ফ্যাস্টিভ্যালের ডিরেক্টরদের কাজের বোঝাপড়া ঠিকমতো হবে তো? একই দ্বিধা ছিল সমালোচকদেরও। কেউ কেউ তখন সন্দিহান ছিলেন, সত্যজিৎ কী ভুল করতেছেন তার সিনেমায় উত্তমকুমারের মতো তারকারে কাস্ট করে?
এই চাপ সত্যজিতের মাঝে ছিল কি না জানি না। তবে উত্তম কুমারের মধ্যে ছিল। তার নিকটজনেরা বিভিন্ন সময় বলেছেন, এই ছবিতে কাজ করা এই জন্যই চ্যালেঞ্জ যে তাকে প্রমাণ করতে হবে সে বাণিজ্যিক সিনেমায় অভিনয় করলেও অভিনয়েও তিনি নায়কই। এবং এই কাজ তিনি করেও দেখিয়েছেন। নায়ক সিনেমায় উত্তমকুমারের কোনও টেক দ্বিতীয়বার নেয়া হয়নি। ছবি মুক্তি পাওয়ার পর দুই মহলেই যে সমাদৃত হয়েছিল তা আর বলার প্রয়োজন নেই আজ। উত্তমকুমারের সক্ষমতার চূড়ান্ত বলা যায় এখান থেকে স্পষ্ট হয়। আর তার নামের পাশে জেঁকে বসে মহানায়ক উপাধি।
যদিও আমি আমি তথ্যগুলোর আক্ষরিক রেফারেন্স দিতে পারলাম না, তবে এর কোনও বিকল্পও দেখি না। উত্তমের সময়ে যদি বাংলা চলচ্চিত্রে আরও বেশি রিয়েলিস্টিক ছবি হইত, আমার ধারণা সে নিজেকে আরও ছাড়ায়ে যাইত।
- ভোটবুথ, ভূতভোট, বজরঙবলি ও বেবুন - November 26, 2024
- ক্বারী আমীর উদ্দিন সান্নিধ্যে সেদিন || তারেক আমিন - November 20, 2024
- পোয়েট ও তার পার্টনার - October 19, 2024
COMMENTS