অ্যাডেলের প্রেমে

অ্যাডেলের প্রেমে

ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার দেখার পর অ্যাডেলের প্রেমে পড়ছিলাম। তার নাম দেখেই ছবি দেখতে বসে গেছিলাম। পরে দেখি গল্পের সাথে আমারও একটু মিল আছে। কি মিল সেইটা না-হয় না-ই বললাম। সে তার অভিনয়ের অতীতকে ছাড়াইতে বা অতিক্রম করতে পারেনি এখনও। কিন্তু তার অভিনয়ের যে আলাদা বা একদম স্বতন্ত্র ধরন এইটাতে আরাম পাইছি। এই ধরনের অভিনয় আমার ভালো লাগে।

সিনেমার ইংরেজি নাম Zero Fucks Given.

ইলিয়াস কমল

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you