পত্রিকায় আইয়ুব বাচ্চুর সঙ্গে কনভার্সেশনের ভিত্তিতে এই চিলতে তথ্যকণিকাটা ছাপা হয়েছিল। তখন আইয়ুব বাচ্চু রকস্টার শুধু নয়, একদম কমপ্লিট মিউজিশিয়্যান হিশেবে বাংলার আকাশে-বাতাসে ধ্বনিত হচ্ছিলেন। উনার সিগ্নেচার অ্যালবাম সব-কয়টাই মোটামুটি রিলিজ হয়ে গেছে ততদিনে। ব্যান্ড এলআরবি, নিজের সোলো, মুক্তমঞ্চে এবং প্রেক্ষাগৃহে কন্সার্টগুলায় দাপিয়ে বেড়াচ্ছেন বাচ্চু।
সন ২০০০। খ্রিস্টসন। জানুয়ারির প্রথমভাগে পাক্ষিক আনন্দভুবনে এই ফিচারটা বাইর হয়। এইটা ছাপা হয়েছিল বক্সট্রিটমেন্ট আকারে একটা বাচ্চুকেন্দ্রী ফিচারের সঙ্গে হাফ-কলাম জুড়ে। এই তথ্যদাতা বা গ্রন্থণাকারের নামটা বক্সের নিচে বা উপরে পাওয়া যায় না। অ্যানিওয়ে। একনজরে এবিকে এইখানে বেশ খানিকটা পাওয়া যায়। আদিতে এর শিরোনাম যা ছিল, পুনর্প্রকাশকালে অপরিবর্তিতভাবে তা-ই রাখা হলো।
দর্পণে চেহারা দেখে এবি নিজের জরুরি চিহ্নগুলো বলছেন, সনাক্তকারী চিহ্ন, কতকটা তা-ই যেন মনে করায় এই চিলতে ইনফো-কলাম। অটোবায়োগ্র্যাফিক এই তথ্যকলামটা আমরা পড়ে নিচ্ছি নিচে :
প্রতিবিম্ব
নাম
আইয়ুব বাচ্চু
অল্প-পরিচিত ডাকনাম
রবিন
জন্ম
১৬ অগাস্ট
বাবা
মো. ইসহাক চৌধুরী
মা
নূরজাহান বেগম
ভাইবোন
৩ ভাই (বড়)
স্ত্রী
ফেরদৌস আইয়ুব চন্দনা
মেয়ে
ফাইরুজ সাফরা ঐশ্বর্য
ছেলে
আহনাফ তাজওয়াবজ্যাব জারিফ
প্রিয় শিল্পী
শাহনাজ রহমতুল্লাহ
রথীন্দ্রনাথ রায়
এ আর রহমান
ডেভিড গিল্মোর
জিমি হেন্ড্রিক্স
বনো (ইউটু)
প্রিয় ব্যান্ড
পিঙ্ক ফ্লয়েড
স্যান্ট্যানা
রকস্ট্রাটা
ওয়ারফেজ
এইসেস
ফিলিংস
আর্ক
রেনেসাঁ
মাইলস
রেনিগেডস
শখ
নতুন গিটার বাজানো
প্রিয় লেখক
হুমায়ুন আহমেদ
নিমাই ভট্টাচার্য
স্মরণীয় মুহূর্ত
প্রথম সন্তান সাফরাকে প্রথম ছুঁয়ে দেখা
প্রিয় অভিনেতা
অনেক, তবে বিশেষভাবে নানা পাটেকর
তরুণদের উদ্দেশ্যে
একমাত্র সুস্থ অবস্থায় সবকিছু উপভোগ করা সম্ভব
… …
- বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, আমাদের আতাভাই || বিমান তালুকদার - June 30, 2025
- উৎসব পুরাই ১ এর ক || কাজী ইব্রাহিম পিয়াস - June 29, 2025
- অনন্তযাত্রায় বাউল খোয়াজ মিয়া - June 28, 2025
COMMENTS