আমি সমাধান দিতে পারব না
তোমার জীবনের সকল মুসিবতের
না আমার কাছে কোনো জওয়াব আছে
তোমার শঙ্কা বা আতঙ্কের
কিন্তু আমি শুনতে পারি সেসব
এবং শরিক হতে পারি তোমার সাথে
পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই আমার
তোমার অতীত বা আগামীর।
কিন্তু যখন তোমার লাগবে
আমারে লগে পাবা তুমি।
আমি তোমাকে উষ্ঠা খাওয়া থেকে বাঁচাতে পারব না
আমি শুধু আমার হাতটা দাখিল করতে পারি
তোমার তরে যেন তুমি তা আঁকড়ে ধরতে পারো
পতনের কালে।
তোমার উল্লাস, তোমার বিজয়, তোমার সাফল্য
আমার অর্জন নয়।
কিন্তু সত্যি বলতেছি তোমারে আপ্লুত দেইখা
আমার দিল খুশ হয়ে যায়।
তোমার নেয়া সিদ্ধান্তগুলো দিয়ে আমি তোমাকে বিচার করি না
তোমার সবকিছুকে সাপোর্ট করা থেকে
আমি আমাকে রুদ্ধ করে রাখি,
যেন চাহিবা মাত্রই
তোমাকে উদ্দীপ্ত করতে পারি, অবলম্বন হতে পারি।
আমি পারব না তোমাকে কোনো বধ্যভূমিতে আটকে রাখতে
যার সীমানা হবে তোমার চলনবিল,
কিন্তু আমি তোমাকে দিতে পারি অবকাশ
নিজের মতো করে বেড়ে উঠার।
যখন তোমার বুক ঠেলে কান্না আসে
আমি পারব না অন-গোয়িং স্যাডনেস থেকে
তোমার চোখ, মন ইত্যাদি সরায় নিতে।
কিন্তু আমি তোমার সাথে কাঁদতে পারি
এবং তোমার টুকরা মনের ভাঙাগুলো জড়ো করে
মজবুত কবচ বানিয়ে দিতে পারি।
আমি বইলা দিতে পারব না তুমি কে,
না পারব তুমি কি হবা সেটা স্থির করে দিতে।
আমি শুধু তোমাকে ভালোবাসতে পারি
তোমার মতো করে এবং বন্ধু হয়ে।
ইদানীং, যখন আমি ভেবে দেখতেছিলাম
কে বা কারা আমার বন্ধু,
তখন তোমার সুরত আমার মনে ভেসে ওঠে।
তুমি বন্ধুসভায় উপরের দিকেও নাই,
নিচের দিকেও নাই, এমনকি মধ্যম সারিতে নাই।
আমার বন্ধুবর্গে তুমি হেডলাইনারও না
শো-স্টপারও না।
তুমি আমার পয়লা দোস্তও না
আবার বিএফএফও না।
না আমিও দাবি করতেছি না
আমি তোমার কলিজার টুকরা
বা তোমার সাইডকিক অথবা পার্টনার্স ইন ক্রাইমস।
তুমি যদি আমারে শুধু বন্ধু হিসেবে চাও তাতেই চলবে।
অভিবাদন তোমাকে কেননা তুমি আমার এমনই একজন।
ভাবান্তর ইমরান ফিরদাউস / জানুয়ারি ২০২১ / সিডনি
COMMENTS