তোমরা আনিবে ফুল ও ফসল পাখিডাকা রাঙা ভোর || ওলি মো. আব্দুল্লাহ চৌধুরী

তোমরা আনিবে ফুল ও ফসল পাখিডাকা রাঙা ভোর || ওলি মো. আব্দুল্লাহ চৌধুরী

শেয়ার করুন:

গত সপ্তাহে সিলেট থেকে ভাতিজা এসেছিল, যেভাবে আমরা এসএসসি পাসের পর ঢাকা ঘুরতে আসতাম! পুত্র ও ভাতিজা সমেত আমরা লাঞ্চে পিজা খেতে গেলাম ডোমিনোজ-এ। একথা সেকথার মধ্যে এল এ.কিউ. খানের কথা; আমার ছেলে সম্প্রতি ছায়া জাতিসংঘের আদলে আয়োজিত বিতর্কে কিউ খানকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছে।

পাকিস্তানের ‘পরমাণু বোমার জনক’ হিসেবে বিবেচিত ড. আব্দুল কাদের খান মারা গেছেন কোভিড প্যান্ডেমিকের সময়। কোভিড-১৯ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৫ বছর বয়সী এই পরমাণুবিজ্ঞানী। এর আগেও অবশ্য ২০০৬ সালে একবার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছিল এ.কিউ. খানের। তবে অস্ত্রোপচারের পর সেরে উঠেছিলেন তিনি।

নিজ দেশে জননন্দিত ছিলেন এ.কিউ. খান। পাকিস্তানকে বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিধরের তালিকায় উন্নীত করায় বরাবরই সেখানকার জাতীয় নায়কের স্বীকৃতি পেয়ে এসেছেন তিনি।  অথচ পশ্চিমা বিশ্বে তাঁর ভাবমূর্তি একদমই ভিন্ন। সেখানে তাঁকে দেখা হয় একজন প্রযুক্তিপাচারকারী হিসেবে, যিনি বিশ্বব্যাপী ত্রাস সঞ্চার করতে চেয়েছিলেন।

বিষয়টা আমাকে অবাক করল। আমার ধারণা ছিল, এ-যুগের ছেলেপেলেদের তথাকথিত জেনারেল নলেজ নেই। কবি সুফিয়া কামালের কবিতা পড়ে আমরা জেনারেশন গ্যাপ সম্পর্কে জেনেছি…

আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা
তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া করো মেলা।
আমরা যখন আকাশের তলে ওড়ায়েছি শুধু ঘুড়ি
তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি।
উত্তর মেরু, দক্ষিণ মেরু সব তোমাদের জানা
আমরা শুনেছি সেখানে রয়েছে জিন, পরী, দেও, দানা।

আমার অবশ্য এ বিষয়ে অত মাথাব্যথা নেই, এত জেনারেল নলেজ না থাকলে তেমন কোনো সমস্যাও নেই। ছেলের পাশাপাশি ভাতিজারও দেখলাম কাদির খান সম্পর্কে ভালোই জানাশোনা । নিজের ধারণা ভুল প্রমাণ পেয়ে ভালোই লাগল, নিজেদের রক্ত বলে কথা। ছেলে-ভাতিজারা বহির্বিশ্ব সম্পর্কে ধারণা রাখে এ-বিষয়টা আমার কাছে পিজার স্বাদটাই বাড়িয়ে দিলো, তাদের দাদা-দাদীরা বেঁচে থাকলে অত্যন্ত খুশি হতেন।

সময় বয়ে যাচ্ছে। ভাতিজা কলেজে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের বৃত্তি পেয়ে পড়ছে, তার পড়াশোনার গতিও আন্ডারমাইন করেছিলাম; ফলে বৃত্তি পাওয়ার সংবাদটা কানে একটু বেশি মধুর হয়ে বেজেছে।

ছেলে কালকে সতেরোয় পড়বে…


ওলি মো. আব্দুল্লাহ চৌধুরী রচনারাশি

শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you