একই জিনিশের পুনরাবৃত্তি আমি চাই না। আমি একই কাজ দ্বিতীয়বার করতে ভালোবাসি না। আমি ভালোবাসি বিস্ময়।
অ্যামেরিকান ম্যুভিতে একটু চুটকি-তামশার ক্যারেক্টারে হাজির হইতে আমার কোনো সমস্যা নাই। আমার সমস্যাটা ছাগলের তিন নাম্বার বাচ্চা হওয়া নিয়া। আমি চাই না অ্যামেরিকান ম্যুভির গৎবান্ধা ক্যারেক্টারের ঝাঁকে একটা ক্যারেক্টার হতে।
হলিউডের লগে আমার কোনো সম্পর্ক কোনোকালেই ছিল না। আকাঙ্ক্ষাও নাই হলিউডে হুমড়ি খেয়ে পড়বার।
এইটা ভালোই বুঝতে পারি যে কেউ আমারে বোঝে না। তাই বলে আমি যা না তা তো হতে পারি না।
কাপড়চোপড় দিয়া আমরা যা তারই একটা আদল ফোটাই। পরিধেয় বস্ত্র হচ্ছে আমাদের ভিতরেরই রিফ্লেকশন।
চয়ন, সংকলন ও অনুবাদন : বিদিতা গোমেজ
… …
Latest posts by গানপার (see all)
- সহনশীলতা, সহানুভূতি ও মানবতা - December 7, 2023
- অনন্য নয়, অনেক || ইলিয়াস কমল - December 7, 2023
- দশকতামামি ১ / দশকভিত্তিক অর্জন ও স্বকীয়তা : বাংলাদেশের কবিতার অনুসন্ধান ও বিচারপ্রবণতা - December 6, 2023
COMMENTS