টাকাপয়সার টানাপোড়েনের ভিতর দিয়া যাচ্ছে এমন একটা ফ্যামিলির ঘটনাপ্রবাহ দেখাইতে যেয়ে সেইখানে যদি হিউম্যানিটির ছিটাফোঁটা বাইর করে দেখানো যায় তাইলে সেইটা দারুণ কাজের জিনিশ হয়। মানবিকতার সরলসোজা ব্যাপারগুলা দিয়া মানুষের চেতনায় নাড়া দেয়া যায় কার্যকরভাবে।
একটা তাগড়া বন্দুকের মালিক হয়েছি আমি রিসেন্টলি। জিনিশটা ভাবতেই ভয়াবহ মনে হয়।
সেই পার্ফোর্ম্যান্সগুলাই আমার ভাল্লাগে যেইগুলা ঝটপট দেখমাত্রই বুঝে ফেলা যায় না, প্যাঁচপয়জার আর জটিল আলোআন্ধাইরভরা পার্ফোর্ম্যান্স যেইগুলা, পার্ফোর্ম্যান্সগুলার মধ্যে যেইগুলার কেন্দ্র খুঁজে বের করা মামুলি তিনমিনিটের কাম না সেইগুলাই ভালোবাসি আমি। এই ধরনের পার্ফোর্ম্যান্সগুলা দেখার সময় আমরা বাধ্য হই নিবিষ্ট নয়নে দেখতে এবং গভীরে প্রবিষ্ট হতে পারি জিনিশটা আরেকটু খোলাসা করে দেখবার গরজে। এবং পার্ফোর্ম্যান্সগুলারে হতে হয়, আমার বিবেচনায়, মানুষেরই মতো; মানুষ যেমন আদ্যোপান্ত রহস্যাচ্ছন্ন একটা জিনিশ, পিনপয়েন্ট করা মুশকিল।
আগেভাগে অনেক দূর অব্দি চিন্তাভাবনা করে প্ল্যান কষে এগোনোর ধাত আমার নয়। আমি অত আগে থেকে প্ল্যান করে এগোতে একদম অভ্যস্ত নই।
কারোর সঙ্গেই সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতা নাই আমার। বা, যদি থাকেও তবু বলব আমি বিন্দুবিসর্গ জানি না কার সঙ্গে কেমন করে প্রতিদ্বন্দ্বিতা আমার। কারণ, আপনারা জানেন, ওইরকম মেয়েদের মতো আমি না। বা, আমার বন্ধু যারা তারাও কেউ ওইরকম না। যারা আমার ব্যবসাসূত্রের বন্ধুবান্ধব তাদের সবার ব্যাপারেই আমি সুখী। আমাদের কাউরে নিয়াই কারোর অসুখের কিছু নাই। কিছুটা ন্যাকা শোনালেও কথাটা আমি নিখাদ সত্যি বললাম।
চয়ন, সংকলন ও অনুবাদন : বিদিতা গোমেজ
… …
পড়ুন:
- মুহাম্মদ শাহজাহান : অগ্রন্থিত প্রস্থান - March 15, 2023
- বইয়ের খবর লেখকের জবানে / মুমূর্ষু খয়েরি রাত ও শিবু কুমার শীল - February 28, 2023
- মাসানোবু ফুকুওকা : এক তৃণখণ্ডের প্রতিরোধ || আহমদ মিনহাজ - February 28, 2023
COMMENTS