বিশ্বনাথে ২০২১ সালের কোনো একদিন মধ্যদুপুরে হাজির হয়েছিলাম গুণী বাউল পদকর্তা খোয়াজ মিয়ার বাড়িতে। কেটেছিল বেশ কিছু সময়। কথা-গানে কিছুটা খেই হারাতেন। তবুও খুব আনন্দ পেয়েছিলেন আমাদের পেয়ে।
বাউলশিল্পী লাল শাহ ও খোয়াজপুত্র মো. হেলাল আহমদ এই ছোট্ট আয়োজনটুকু করেছিলেন। বাউল খোয়াজ মিয়ার সঙ্গে সেবারকার সাক্ষাতের একটা ছোট্ট ডকুমেন্টেশন মেঠোসুর পেইজে আপলোড করা আছে।
এরপরে এই ২৬ জুন ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বাউল পদকর্তা খোয়াজ মিয়া প্রয়াত হয়েছেন। অনন্তের পথে আরেক ধাপ এগিয়েছেন। উনার আত্মার শান্তি ও সদগতি কামনা করি এবং তাঁর সমস্ত সৃষ্টির প্রতি অসীম শ্রদ্ধা জানাই।
—বিমান তালুকদার ২৬ জুন ২০২৫
গানপারে খোয়াজ মিয়া
গানপারে ট্রিবিউট রচনামালা
Latest posts by গানপার (see all)
- আজ বাজার মে পা-বা-জৌলন চল / ফয়েজ আহমেদ ফয়েজ || তর্জমা / নাফিস সবুর - December 27, 2025
- লোককবি অন্নদারঞ্জন দাস ও তাঁর গান || জফির সেতু - December 27, 2025
- লোককবি তাজউদ্দিন ও তাঁর গান || জফির সেতু - November 25, 2025

COMMENTS