আমাদের বাসার স্টোররুমে কার্টনভর্তি পুরনো জিনিসপত্র থাকত। মাঝেমাঝে এসব বইখাতা, মেয়াদোত্তীর্ণ কনটেইনার এবং আরো অনেক বাজে জিনিসপত্র জমে গেলে কেজি দরে বিক্রি করে দেয়া হতো।
আমার তখন ফ্রকবেলা। ভরদুপুরে একা একা ছাদে যাওয়া বারণ। বিশেষ করে শনি-মঙ্গলবার তো ভূতপেত্নীরা বসেই থাকত আমার মতো দুষ্টুদের ধরে নিয়ে যাবার জন্য। তো এমন সব দুপুরে আমি ঘরের ভেতরেই অভিযানে নামতাম। প্রায়ই হানা দিতাম স্টোররুমে। ইঁদুর আর তেলাপোকার ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে গুপ্তধন খুঁজে বেড়াতাম সারা দুপুর। গুপ্তধন বলতে পুতুলের জন্য একটুকরো কাপড় কিংবা রাংতা, নয়তো দু-একটা মার্বেল বা খুঁজে-না-পাওয়া বই! এভাবে একদিন উদ্দেশ্যহীনভাবে খোঁজাখুঁজি করতে গিয়ে কার্টনের মধ্যে পেয়ে গেলাম বাবার দেওয়া প্রথম বই — ‘টুনটুনির বই’! সবুজ মলাটের এই বইটা খুঁজে পেয়ে আমি তো খুশিতে দশ-বারোখানা হয়ে গেলাম। কীভাবে অদরকারি জিনিসের মধ্যে ওটা চলে গেল তা ভেবেও রাগ লাগছিল।
টুনটুনির গল্পটা পড়ে টুনটুনিকে কল্পনায় দেখতে পেতাম। ‘বাঘের উপর টাগ’ গল্পটাও বোধ হয় এই বইতে পেয়েছিলাম। ভীতু বাঘের টাগের ভয়ে পালাবার দৃশ্যটা ভাবলে প্রতিবারই হেসে কুটিকুটি হতাম।
এই বইটার সাথে আরো একটা মলাটহীন বই বের হলো কার্টন থেকে। প্রথমদিকের বেশকিছু পাতার হদিশ মেলেনি। বইয়ের নাম পেলাম প্রতি পৃষ্ঠার তলায়। ‘সুয্যিমামার রথে’। নিজের চেষ্টায় সাদা রঙের একটা মলাট লাগিয়ে বইটার উপর কাঁচা হাতে প্রচ্ছদ আঁকলাম।
সুয্যিমামার রথের প্রতিটা গল্প এমন অদ্ভুত আর মজার ছিল! এই বইয়ের ‘উল্টাবিবি’ গল্পটা পড়ে উল্টাবিবির মুখটা কল্পনা করতাম। সেই-যে স্রোতের উল্টোদিকে ভেসে যেতে যেতে হাত নেড়ে দেখাচ্ছে তলোয়ার দিয়ে ধান কাটবার ভঙ্গি! সেই দৃশ্য ভাবলে এখনো হাসি পায়।
আম আঁটির ভেঁপুর স্থান ছিল মাথার কাছে বালিশের পাশে। তাই ঘুমের দেশে অপুর সাথে সাথে আমিও ছুটতাম, বড় বড় কানের ওটা কী বলে চেঁচিয়ে উঠতাম। ডাগর চোখের দুর্গা আম কুড়িয়ে এনে আমাকেও ভাগ দিয়েছে। আঁটির ভেঁপুতে ফুঁ দিতে দিতে ওদের সঙ্গে বৃষ্টিতে ভিজেছি।
শঙ্কুসমগ্র হাতে এসেও সেই একইরকম মজার কাণ্ড হলো। ঘুমানোর আগে দুয়েক পাতা পড়ে নিলেই স্বপ্নে প্রফেসরের সাথে দিব্যি অ্যাডভেঞ্চারে নেমে পড়া যেত! ভুটিয়া দোকানের সামনে বসে সাম্পা খেতে খেতে অবিনাশবাবুর সাথে গল্প করা যেত। ডুলুং ডোতে একশৃঙ্গ অভিযানে আকাশে ওড়া যেত। কিংবা কর্ভাসের মতো একটা পাখির মালিকও হয়ে যেতে পারতাম।
একটু বড় হয়ে, সম্ভবত যখন ক্লাস নাইনে পড়ি তখন বার্ষিক পরীক্ষার ছুটিতে রবিঠাকুরের গল্পগুচ্ছটা হাতে নিলাম। ততদিনে গীতবিতান আমার প্রিয়তম বই হয়ে গিয়েছে। এবার গল্পগুচ্ছ যোগ হলো। এর রেশ পরবর্তী তিন চার বছর তীব্রভাবে থেকে গিয়েছিল। কিছু গল্প আমি প্রায় প্রতিদিন পড়তাম। এতবার পড়েছিলাম বলে সেগুলো মুখস্থ হয়ে গিয়েছিল। ঐ বয়সে সমাপ্তি, জয়পরাজয়, দৃষ্টিদান, গুপ্তধন, সুভা — এই গল্পগুলো ভীষণ ভালো লাগত। এরপর যোগ হলো পোস্টমাস্টার, ক্ষুধিত পাষাণ, নষ্টনীড়, অপরিচিতা এবং আরো অনেকগুলো গল্প। এই গল্পগুলোর চরিত্রের মধ্যে তখন সবচেয়ে বেশি প্রিয় ছিল মৃন্ময়ী। ওকে মনে হতো স্বচ্ছজলের স্রোতস্বিনীর মতো, বোধ হয় সেজন্যই ভালো লাগত ওকে।
রবীন্দ্রনাথের উপন্যাসের মধ্যে ‘গোরা’ পড়ে সে-সময় ভীষণভাবে প্রভাবিত হয়েছিলাম। অন্যদিকে শরৎচন্দ্র রচনাসমগ্র পড়তে শুরু করলে ‘দেবদাস’ নয়, আমার ভালো লেগে যায় ‘দত্তা’ উপন্যাসটি। গোরার ললিতা যেমন প্রিয় হয়ে ওঠে ওদিকে ভালো লেগে যায় দত্তার বিজয়াকেও। আমার আলাদা করে ভালো লাগল অরক্ষণীয়ার জ্ঞানদাকেও। তবে এদের সবাইকে ছাপিয়ে ভালো লাগায় অদ্বিতীয় হয়ে ওঠে দত্তার ‘নরেন্দ্রনাথ’। সহজ বাংলায় এই চরিত্রটির প্রেমে পড়ে যাই আমি, ঘোরতর প্রেমে। বোধ হয় তখন থেকেই কবিতা লেখার জন্য আমার হৃদয় প্রস্তুতি নিতে শুরু করে। তখন মানে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ। একদিনের কথা বলি৷ সম্ভবত প্রাণীবিদ্যার ক্লাসে রোলকল চলছে সেদিন। পাশে-বসা বন্ধুটির সাথে ক-দিন ধরে নরেনের গল্প করেছিলাম। সেও দু-দিনের মধ্যে দত্তা পড়ে ফেলেছে আর আমার মাধ্যমে আহিত হয়ে নরেনের প্রেমে পড়ি-পড়ি অবস্থায় আছে তখন। ভীষণ বিরক্ত হয়েছিলাম নিজের ওপর। পরে ভেবেছি থাক, এমন বায়বীয় প্রেমে কেউ ভাগ বসালেও কিছু যায় আসে না, তাছাড়া বন্ধুই তো, ইত্যাদি। অন্যমনস্ক ভঙ্গিতে জানালার বাইরে দেখছিলাম আমি। হঠাৎ কী হলো জানি না, দেখলাম কনুই দিয়ে বন্ধুটি গুঁতোচ্ছে আমাকে। ভ্রু কুঁচকে তাকাতেই বলল — তোর রোল চলে গেল তো!
আমার মতো মনোযোগী ছাত্রীর জন্য এই ধরনের উদাসীনতাটা খুবই বিরল ঘটনা ছিল। ওর কথা শুনে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি। তারপর আবার জানালার বাইরেই তাকালাম। টের পেলাম সে হাঁ করে দেখছে আমাকে। রোল মিস করার জন্য নয়, আমার হতাশার কারণ ছিল হৃদয়ঘটিত। আমি ভাবছিলাম বাস্তবে যার জীবনে তখনো নরেনের অস্তিত্ব নেই তার তো ক্লাসে অনুপস্থিত থাকাই উচিত। শরীর ওখানে থাকলেও মন তো অনুপস্থিতই ছিল আমার।
নরেনের পর বোধ হয় বুদ্ধদেব গুহর মাধুকরীতে অন্যমনস্ক পৃথু ঘোষকে ভালো লেগেছিল আমার। আর ভালো লেগেছিল প্রকৃতিকে, যেমন লেগেছে আরণ্যক পড়তে গিয়েও।
তবে গল্প-উপন্যাসের পুরুষ চরিত্রের চেয়ে নারী চরিত্রের সংখ্যাই বেশি ছিল এবং আছে যারা আমাকে সত্যিকারভাবে আকৃষ্ট করেছে বিভিন্ন সময়ে। কালবেলার অনিমেষের চেয়ে মাধবীলতা প্রিয়তর ছিল আমার কাছে। দূরবীন-এর ধ্রুব তো ছিল ভীষণরকমের অপ্রিয়। প্রথম আলোর ভূমিসূতা আরেকটি প্রিয় চরিত্র। সুদূর ঝর্ণার জলের মার্গারিট এখনো ফুল হয়ে ফোটে আমার স্মৃতিতে। সবিনয় নিবেদনের প্রাণবন্ত ঋতি রায় অন্যতম প্রিয় চরিত্র। কাছের মানুষের তিতিরকে ডাকলে হয়তো পোস্তদানা মন নিয়ে এখনো সে আমার সঙ্গে গল্প করবে। এদের সবার মধ্যে গান্ধর্বীর অপালা আমার প্রিয়তম চরিত্র, বোধ হয় সবসময়ের জন্য।
পরবর্তীতে যখন নিজের লেখার দিকে মন দিতে শুরু করি তখন এইসব চরিত্র, তাদের ঘিরে জমে-ওঠা ভাবনা আমার লেখায় এসেছে নানাভাবে। কখনো প্রকটভাবে কখনো আলগোছে, রয়েসয়ে৷ যখন বছর তিনেক আগে ‘রাগ অজানিতা’ উপন্যাসটির খসড়া লিখতে শুরু করি আমি বুঝতে পারি সেই কবেকার পড়া গান্ধর্বীর অপালার প্রতি ভালোলাগা আমার এই লেখার পেছনে অনেকটাই প্রভাব ফেলবে। গানকে ঘিরে গানের মানুষগুলোর জীবন নিয়ে লেখার ইচ্ছেটা আমার অজান্তেই তৈরি হতে শুরু করেছিল। তাই গান্ধর্বী পাঠের অন্তত পাঁচ বছর পর যখন রাগ অজানিতা লিখতে শুরু করি, কাবেরী বা সেঁজুতি চরিত্রটি যখন অল্প অল্প করে আমার ভাবনায় স্পষ্ট হতে শুরু করে আমি দেখতে পাই অপালা হয়তো এই এমন পথেই হেঁটে গিয়েছিল দীর্ঘদিন আগে। ওর মতো অনন্য হতে পারে না আর কেউ। তবু আমি চরিত্রগুলো নিয়ে নিজের মতো করে ভাবি, লিখি, ব্যবচ্ছেদ করি আর ওদের ভালোবাসতে শুরু করি যেমন বেসেছিলাম ভালো প্রিয় অপালাকে।
এখানে যেসব চরিত্রের নাম উল্লেখ করেছি এতগুলো বছর পর আবার পড়তে শুরু করলে এদের অনেককেই আমি প্রথমবারের সাথে মেলাতে পারব না। সময়ের সাথে পাঠকের রুচি, জীবনবোধ পরিবর্তিত হয়, চিন্তাভাবনা আগের চেয়ে গোছানো হয়, মানসিক পরিপক্বতা আসে। এই ব্যাপারগুলি বিবেচনা করি বলেই হয়তো প্রিয় বইগুলো সচেতনভাবে এড়িয়ে যাই এখন। কৈশোর আর যৌবনের মেদুর স্মৃতিতে যেসব চরিত্র আমাকে আচ্ছন্ন করে রাখত তারা তেমনিই থাকুক সেই আগেকার মতো আমেজ নিয়ে। এই বড়বেলার রুক্ষতা স্মৃতির পেলবতাকে ছুঁয়ে না যাক।
প্রচ্ছদচিত্র : অসীম দাস
… …
- বনজুঁই ঘুমিও না ৮ || নিবেদিতা আইচ - August 25, 2020
- বনজুঁই ঘুমিও না ৬ || নিবেদিতা আইচ - July 25, 2020
- বনজুঁই ঘুমিও না ৫ || নিবেদিতা আইচ - July 14, 2020
COMMENTS