বইয়ের নাম : বাংলার রাজনীতি। লেখকের নাম : দীপঙ্কর ভট্টাচার্য। প্রকাশনীর নাম : প্রতিভাস।
বইয়ের আওতায় ধরা কালখণ্ড মোটামুটি এক শতকের। অর্থাৎ শতবর্ষের। ১৮৮৫ সালের ডিসেম্বরে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ও ১৯৪৭ সালের আগস্টে ভারতের স্বাধীনতা লাভের মাঝখানে ষাট বছর অবিভক্ত বাংলার রাজনীতিতে কংগ্রেস, বিপ্লবী গোষ্ঠী, কমিউনিস্ট পার্টি ও মুসলিম লিগের রাজনৈতিক আন্দোলনের বিস্তারিত পর্যালোচনা আছে এই বইটায়।
ইন্ডিয়ার প্রথিতযশা ইতিহাসবিদদের গবেষণাগ্রন্থ ও প্রবন্ধ এবং ইন্ডিয়ারই বিশিষ্ট রাজনীতিবিদদের অভিজ্ঞতাপ্রসূত গ্রন্থ ও লেখনী—এই দুইয়ের মিলিত তথ্যের ভিত্তিতে লেখা হয়েছে এই বই।
ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের পাশাপাশি এই আন্দোলনের মূলকেন্দ্র বাংলায় কংগ্রেস, বিপ্লবী, সাম্যবাদী ও লিগের রাজনৈতিক রণকৌশল ও বাঙালি সমাজের ওপর তার ফলাফলের তথ্যসমৃদ্ধ ও বিশ্লেষণাত্মক এক আলোচনা আলোচ্য বইটি।
পৃথকভাবে এই বইয়ের আওতায় আলোচিত হয়েছে বাংলার শ্রমিক, কৃষক, শিক্ষক, শিক্ষার্থী ও নারী আন্দোলনের বর্ণময় অধ্যায়। আর এই সব মিলিয়েই ইতিহাসনিষ্ঠ অনুসন্ধানী রিডারের নজর কাড়বে এই বই।
- আব্বাসউদ্দীন আল মাহমুদ - January 7, 2026
- ছবিলেখকের মিত্রকলা - January 6, 2026
- পরিভ্রমণের প্রেরণাবাহিত কবিতা - January 6, 2026

COMMENTS