‘আমার মোহাম্মদের নামের ঠেয়ান হৃদয়ে যার বয়’
বাংলা ভাষাভূখণ্ডের এক অবিসংবাদিত কবিকণ্ঠ সম্পাদনা করেছেন আরেক অবিসংবাদিত সংগীতপ্রতিভাকে। এই বই, কাজেই, হরেদরে এডিটিং নামে অ্যান্থোলোজির লঙ্গরখানা নয়। এ হচ্ছে এক ঘটনা। আল মাহমুদ করেছেন আব্বাসউদ্দীন সম্পাদনা।
ব্যাস। বইটার ব্যাপারে মোদ্দা বাত যা তা স্টার্টিঙেই লিখে ফেলা গেল।
বইটার নাম স্পষ্ট। আব্বাসউদ্দীন। সম্পাদনা আল মাহমুদ।
সংগীত ও গান নিয়া নানামুখী নিরীক্ষা চলছে বেবাক দুনিয়া জুড়েই। গতানুগতিক ধারাকেই একমাত্র অবলম্বন ধরে বিচিত্র পথ থেকে সুরের অন্বেষণ এবং তার সার্থক প্রয়োগ চলেছে আমাদের বাংলা সংগীতজগতেও। বলা বাহুল্য, এই অন্বেষণপ্রিয়তাই প্রতি মুহূর্তে বাংলা গানকে সমৃদ্ধ করে চলেছে।
এদিকে, খেয়াল করব, লোকগান ও পল্লিগীতি নিয়া আর্বান মিডলক্লাস শহুরে সংগীতশ্রোতা বিশেষত তরুণতর জনগোষ্ঠী দিকে দিকে যে-কোনো অতীত সময়ের চেয়ে এখন অনেক বেশি নিরীক্ষণপ্রবণ ও সংগীতাসক্ত। লোকসংগীতের শেকড়সন্ধানী এই তরুণতর প্রজন্মের কাছে আজও মহাবিস্ময় সংগীতশিল্পী আব্বাসউদ্দীন।
সম্পাদনার একটি বিশেষ দিক হচ্ছে বাংলাদেশের ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চিন্তকদের চোখে এক ও অভিন্ন আব্বাসউদ্দীন নামক ঘটনাটার ওপর আলোকপাত। সৈয়দ জিল্লুর রহমানের ভাষায়, ‘স্বদেশের গানের রাজ্যে তিনিই রাজা, তিনিই রাখালিয়া’। ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’-র শিল্পীকে নিয়া আলোচনা-গবেষণাও চলছে বহুদিন হলো বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে। এই ও ওই দুই পারেরই বাংলায়।

উনিশশএক সালের সাতাইশ অক্টোবর ইন্ডিয়ার কুচবিহারের বলরামপুর গ্রামে জন্ম হয় আব্বাসউদ্দীনের। অনন্য এই সংকলনেই আজিজুর রহমান তাঁর সুলিখিত প্রবন্ধে জানিয়েছেন, ‘বাংলার মুসলিম নবজাগরণের এই উন্মেষ সূচিত হয় প্রথমত আব্বাসউদ্দীনের ইসলামি গানে’। এই সংকলনেই সুনীলকুমার মুখোপাধ্যায় তাঁর প্রবন্ধে জানিয়েছেন, ‘আসলে আব্বাসউদ্দীন ছিলেন জাত শিল্পী। যে-কোনো শ্রেণির সংগীতের অন্তর্নিহিত সৌন্দর্য ও আবেগকে কণ্ঠে ভাষা দিতে তাঁর জুড়ি কম ছিল’।
আব্বাসউদ্দীনের বহুমুখী সংগীতপ্রতিভা নিয়ে সংকলনটিতে রয়েছে পঁচিশজন বিশিষ্ট মননশীল ও সৃজনশীল মানুষের বিশ্লেষণধর্মী আলোচনা। সংগীতপ্রেমী, সংগীতশিল্পী, লোকসংস্কৃতির নিষ্ঠ গবেষকদের কাছে বইটি নিঃসন্দেহে দরকারি ও সংগ্রহযোগ্য হয়ে উঠবে।
বইটি দৈর্ঘ্য-প্রস্থ-পুরুতায় চৌদ্দ-বাইশ-দেড়, সেন্টিমিটারে। ব্যাপ্তি নয় ফর্মা, মানে একশচুয়াল্লিশ পৃষ্ঠা। আর দাম? ওয়ানটোয়েন্টি আরএস। বুকডিজাইন, টাইপ সেটাপ, ফর্ম্যাট, ফ্রন্টকাভার ও ব্যাককাভার সব মিলায়া আল মাহমুদ সম্পাদিত ‘আব্বাসউদ্দীন’ বইটি বিশেষত্বমণ্ডিত।
- আব্বাসউদ্দীন আল মাহমুদ - January 7, 2026
- ছবিলেখকের মিত্রকলা - January 6, 2026
- পরিভ্রমণের প্রেরণাবাহিত কবিতা - January 6, 2026

COMMENTS