ঔপন্যাসিকের গানশোনা

ঔপন্যাসিকের গানশোনা

শেয়ার করুন:

বইয়ের নাম ‘অলৌকিকের টানে রবীন্দ্রনাথের গান’, লেখক দেবেশ রায়, বইয়ের পৃষ্ঠাসংখ্যা একশষাইট, বইয়ের আকার সেন্টিমিটারে সাড়েচোদ্দ বাই বাইশ বাই দেড়, বইয়ের প্রাইস তিনশ রুপিস, বইয়ের প্রকাশক প্রতিভাস, বইটা পাব্লিশ হয়েছে কলকাতা থেকে। এইটুকু হলো তথ্য।

অজস্র রবীন্দ্রনাথকেন্দ্রী প্রিন্টিং পাব্লিশিঙের ভিড়ে এই বই কোথায় বিশিষ্ট? শুধুই কী ফিকশনের এক স্টলোয়ার্ট দেবেশ রায় এই বই লিখেছেন বলে এ গুরুত্ববহ? উত্তর, হ্যাঁ এবং আউর কুচ।

প্রসঙ্গকথার আলাপে দেবেশ রায় নিজের ‘অলৌকিকের টানে রবীন্দ্রনাথের গান’ বইটি প্রসঙ্গে বলেছেন, শুধুই রবীন্দ্রনাথের গান নিয়ে এই বইটা সাজানো হয়েছে। এই লেখাগুলিকে বড়জোর বলা যায় রবীন্দ্রনাথের গান শোনা-শেখার একটা নোটবই, বলছেন দেবেশ রায়, লেখকের নিজেরই জন্যে তৈরি। নিজেকে গানের বাইরে রাখার জন্য কোথাও কোথাও একটু প্রাবন্ধিকতা ঘটে গেছে, এইটাও প্রথমেই নিয়েছেন বলে। সেইটা তাঁর ভঙ্গি মাত্র। বলেছেন যদিও।

তৎসত্ত্বেও লেখকের নাম যখন দেবেশ রায়, আলাদা আদরে সেই বই হাতে তুলে নেয়া ছাড়া উপায় থাকে না পাঠকের। কারণ, এখানে আছে একের পর এক মেধাবী উদ্ভাসন। রয়েছে এমন রচনা : ‘তাঁর গান ও রবীন্দ্রনাথ’, ‘যে ছায়ারে ধরব বলে’, ‘সমকালীনতা’, ‘শতাব্দের ভাষা’, ‘সারাদিনের ভাষা ও সেই সন্ধ্যার ভাষা’, ‘অলৌকিকের টানে রবীন্দ্রনাথের গান : কয়েকটি গাওয়া ও শোনা’, ‘নিঃস্ব ও স্বত্ববান রবীন্দ্রনাথ’-এর মতো বিষয়গুলি ধীসম্পন্ন রচনাগুলির উপজীব্য।

বইডেস্ক, গানপার

গানপার
শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you