সারাবছরই তুলি। আর পাতাঝরার আগে রঙচঙ মেখে চারিদিক খুব সুন্দর হয়ে যায় দেখে শারদীয় এই সময়টায় সবচেয়ে বেশি ছবি তোলা হয়। বাইরে যেখানেই যাবেন, এই সপ্তাহ-চারেক সবাই ঘুরতে বেরোয় শুধু পাতার রঙলীলা দেখতে। গরম কমে গিয়ে ভাল ঠান্ডা পড়ে। তবে এই ঠান্ডা ১০ থেকে ১৫ ডিগ্রি বিধায় আমার কাছে বছরের সবচেয়ে পছন্দের সময় হচ্ছে এই ঋতু। ছোটবেলার প্রিয় ঋতু শীত, কানাডার শীতের কাছে বেদম প্রহার খেয়েছে।
এ-সময়ের আরেকটা উৎসব হচ্ছে ‘থ্যাঙ্কসগিভিং’, তারপর ‘হ্যালোইন’। দেশে এই সময়টা দুর্গাপূজার। মানতেই হবে এই ঋতুর বিশেষ স্ট্যাটাস আছে। প্রিয় এই সময়টায় মেয়েকে নিয়ে শ-খানেক ছবি তোলার ইচ্ছায় আমি উত্তেজিত হয়ে উঠলাম। জন্মের পর থেকেই যেভাবে পারা যায় তুলছি। তবে একটু অফিশিয়্যালি তুলব ইচ্ছা। ‘শিশুর শরৎ অভিযান’ ধরনের।
শুরু পাসপোর্টছবি তুলতে গিয়ে। একঘন্টা চোখ খুলতে চাইল না। তারপর অনেক তেজারতি করে একটা তোলা হলো। হাসি তো দুরের কথা, সে ভাব ধরল, মাত্র কয়েদখানায় ঢুকতে যাবে, এমন সময় কেউ ছবি তোলে?
দুরপাল্লা-নিকটপাল্লা, যেখানেই আউটডোর শুটিং করতে গেছি, মেয়ের চোখ জোড়ালাগানো। মন একটু খারাপ হয়েছে, তবে আমরা দু-জন ছবি তুলে পুষিয়ে দিয়েছি। তারপর বাসায় ফিরে যখন আমরা ক্লান্ত, উনি তখন চোখ ডাগর করে হাসিঠাট্টা শুরু করেন। ভাব মোটামুটি বুঝে গেছি। পরেরবার উনার শারদীয় ছবি তুলে তুলোধোনা করব এই আশায় এবার উনাকে ছেড়ে দিচ্ছি।
দেশপ্রেম কমে গেছে তা একেবারে ঠিক না। তবে দুটো জিনিস দেশের টান ভুলিয়ে রাখে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, আর রঙচটা এই শরৎকাল…
- কাব্য ও বিজ্ঞান || শ্রীঅশোকবিজয় রাহা বি.এ - January 14, 2025
- মুরারিচাঁদ কলেজ, অশোকবিজয় রাহা এবং একটি অগ্রন্থিত রচনা || মোহাম্মদ বিলাল - January 14, 2025
- জনতার কাব্যরুচির প্রতীক || ইলিয়াস কমল - December 14, 2024
COMMENTS