আজ শায়ান চৌধুরী অর্ণবের জন্মদিন। তাঁকে শুভ জন্মদিন বলার আগে একটু দেখে নেই তাঁর থেকে আমরা এখন পর্যন্ত কি পেয়েছি।
প্রথমত অর্ণবের কাছ থেকে আমরা পেয়েছি দারুণ কিছু গান। সেসব গানের সুর ও সংগীতও তাঁর থেকেই পেয়েছি। বাংলা রক গানে অর্ণবের আসার আগে মেলোডির যে-ধারা ছিল তাকে আরও বেশি নাগরিক মেলোডিতে রূপান্তর করেছেন শায়ান চৌধুরী অর্ণব। বাংলা গানের কথায় কাব্যের প্রভাব খুব একটা ছিল না বললেই চলে। কিন্তু অর্ণবের গান দিয়েই ‘পোয়েটিক’ গানের জগতে ঢুকেছে বাংলা গান। কাঠগোলাপের মতো নাগরিক ফুল জনপ্রিয় হওয়ার পেছনে প্রথম ও প্রধান অবদান মূলত অর্ণবের গান। অবশ্যই গীতিকার শাহানা বাজপেয়ীরও অবদান আছে। কিন্তু অর্ণব এই জায়গাতে কেন্দ্রীয় ভূমিকায়।
দ্বিতীয়ত অর্ণবের জীবনযাপন দেখে আমরা উপলব্ধি করতে পারি, যাপনে অবশ্যই একটা নিয়ন্ত্রণ বা পরিমাপ থাকা উচিত। নইলে জীবন লাগামছাড়া হয়ে যায়। নিয়ন্ত্রণহীন ঘোড়া বা গাড়ির মতো দুর্ঘটনা ঘটা তখন মোটেও অসম্ভব না।
তৃতীয়ত অর্ণবের চারপাশ দেখে আমরা বুঝি যে আপনার বন্ধু বা স্বজনদের আসলে কতটা আপনাকে ভালোবাসা প্রয়োজন। বাংলা সিনেমার ‘ভালোবাসা দিয়ে ঠিক করে ফেলব’ যে সব ক্ষেত্রে ভুল নয় এর বড় উদাহরণ অর্ণব। সেক্ষেত্রেও তাঁর স্বজন সুনিধি নায়েকও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অবশ্যই। কিন্তু শুধু কি সুনিধিই? না। তাঁর চারপাশের প্রকৃত বন্ধু যারা, অসময়ে পাশে থেকে তাকে আদতেই ভেঙে পড়া থেকে বাঁচিয়ে রেখেছে, তেমন নাম-না-জানা বন্ধুদের এখানে সবচেয়ে বেশি কৃতিত্ব। সব মিলিয়ে বাংলা সিনেমার এক মেলোড্রামাটিক চরিত্রের নাম অর্ণব। বাংলা গানের এক বরপুত্র, আপনারে শুভ জন্মদিন!
ইলিয়াস কমল রচনারাশি
গানপারে গায়কের মুখ
- কাব্য ও বিজ্ঞান || শ্রীঅশোকবিজয় রাহা বি.এ - January 14, 2025
- মুরারিচাঁদ কলেজ, অশোকবিজয় রাহা এবং একটি অগ্রন্থিত রচনা || মোহাম্মদ বিলাল - January 14, 2025
- জনতার কাব্যরুচির প্রতীক || ইলিয়াস কমল - December 14, 2024
COMMENTS