নারী বিষয়ে এবং নারীদেরে লক্ষ করে সেলেব্রেটিদের উক্তি

নারী বিষয়ে এবং নারীদেরে লক্ষ করে সেলেব্রেটিদের উক্তি

ভাবার সময় রানীর মতো ভাবো। রানী কখনও ব্যর্থতায় ভীত নয়। ব্যর্থতা হচ্ছে গ্রেইটনেসের দিকে একটা দৃঢ় পদক্ষেপ। — অপ্রা উইনফ্রে

নারীরা হলো দুনিয়ার মধ্যে প্রতিভার সর্ববৃহৎ ভাণ্ডার যা আজও মোড়ক উন্মোচন করার অপেক্ষায়। — হিলারি ক্লিন্টন

যদি কিছু বলতে চাও, পুরুষদেরে ডেকে বলো; যদি কিছু করতে চাও সত্যিকারের কাজ, নারীদেরে ডাকো। — মার্গারেট থ্যাচার

আমাদের সমাজে যেসব নারী সীমাবদ্ধতাগুলো উপেক্ষা করতে পারেন তারাই ব্যর্থতার বেড়া অতিক্রম করে সফল হতে পারেন। — আর্নল্ড শোয়ার্জিনেগার

নারীরা হচ্ছেন অনেকটাই টি-ব্যাগের মতো; গরম পানিতে ফেলার আগ পর্যন্ত আপনি তাদের ক্ষমতা আঁচই করতে পারবেন না। — ইলিনর রুজভেল্ট

পুরুষ বলতে বুঝি নির্দিষ্ট কিছু অধিকার, পুরুষ বলতে সেই পুরুষাধিকারগুলা ছাড়া আর বেশি কিছু না। নারী বলতেও বুঝি কিছু অধিকার এবং সেই নির্দিষ্ট নারী-অধিকারগুলা ছাড়া একবিন্দু কম কিছু না। — স্যুস্যান বি. অ্যান্থোনি

নারী এবং বিড়ালেরা তাদের ইচ্ছাস্বাধীন কাজ করুক, পুরুষ ও কুকুরেরা বাড়ির বারান্দায় বসে রিল্যাক্স করুক এবং নারীর উদ্ভাবনগুলার সঙ্গে ধাতস্থ হোক। — রবার্ট অ্যা. হেইনলেইন

চয়ন, সংকলন ও অনুবাদন : বিদিতা গোমেজ

… …

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you