চ্যাপ্লিন

চ্যাপ্লিন

আই অলোয়েজ লাইক ওয়াকিং ইন দ্য রেইন
সো নো-ওয়ান ক্যান সি মি ক্রাইয়িন্

বলসিলেন চার্লস চ্যাপ্লিন

কথাটা আমার নয়
বলা বাহুল্য হয়
তারপরও বলি—
বৃষ্টিতেই চিরদিন চলি
বৃষ্টিতে একটানা বাইক চালাই
তিনকিলোমিটার
করি বৃষ্টিবিহার
বেচারিকে বেকার কান্নার বাহানা না-বানাই

নিশ্চয় আমি লিখতে চাই—
আই অলোয়েজ লাইক রাইডিং ইন দ্য রেইন
সো এভরিওয়ান ক্যান সি মি ফ্লাইয়িন্

জাহেদ আহমদ


গানপারে চ্যাপ্লিন

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you