সৃজিত মুখার্জির আরেকটি সিনেমা। ব্যস্ত পরিচালকের পরপর সিনেমা মুক্তি পাচ্ছে। এটা ভালো ঘটনা, আবার শঙ্কারও। শঙ্কার, কেননা ব্যস্ততার চাপে একের পর এক সিনেমা বানাতে লেগে দেখা যাবে দায়সারা গোছের জিনিশই বেরোচ্ছে। এই আশঙ্কাটা অমূলক নয় এবং অনেক ভালো পরিচালকেরও অকাল অবনমন আমরা দেখেছি শুধু এই দায়সারা ছায়াছবি রিলিজের ব্যস্ততায় ফেঁসে।
এইবার ‘দ্বিতীয় পুরুষ’। কিছুদিন আগে গেল ‘শাজাহান রিজেন্সি’। ঠিক তার আগে ‘উমা’। মানে একনাগাড়ে সিনেমা বানানো চলছে। এবং চলছে মুক্তি দেয়া। পরিচালক বোধহয় একসঙ্গে তিন-চারটে সিনেমা বানাইতে বসেন। না-হলে এত ঘন ঘন সিনেমা রিলিজ দেয়া সম্ভব হয় কেমন করে?
এর আগেই ডিক্লেয়ার করা হয়েছিল প্রোমোর মাধ্যমে যে এইটা সৃজিতের ‘বাইশে শ্রাবণ’ সিনেমার সিক্যুয়েল। ফলে এবার আগ্রহের পারদ চড়া ছিল এমনিতেই। ‘বাইশে শ্রাবণ’ চলচ্চিত্রটির ঘটনা আজ থেকে একদশক আগের। সৃজিতের ফার্স্ট হিট। আমার খুবই ভালো লেগেছিল। আর তারই সিক্যুয়েল হচ্ছে ‘দ্বিতীয় পুরুষ’।
অবশ্য পোস্টার ডিজাইন দেখলেও বোঝা যায় এটা বাইশে শ্রাবণের সঙ্গে সম্পর্কিত।
চলচ্চিত্রটি রিলিজ হওয়ার পর মনটা খুব বিচলিত ছিল কখন দেখব। তো, অবশেষে, দেখে ফেলেছি। কিছুটা হতাশ হয়েছি। কিছু নয়, বেশ অনেকটা। ‘বাইশে শ্রাবণ’ ছবিতে যেমন মারকাটারি একটা ব্যাপার ছিল প্রথম থেকেই, তার সিক্যুয়েল ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে কিন্তু তা নেই।
সবমিলিয়ে আমি হতাশ। তাই বলে আপনি দেখবেন না? আমার কথায় প্রভাবিত হবেন? আপনি দেখুন, হতাশা একেকজনের একেক কারণে হয়, আপনার চাহিদা ও প্রত্যাশা আমার চেয়ে অবশ্যই ভিন্ন। অতএব আপনার কাছে এই সিনেমা উচ্চ প্রশংসা পেতেও পারে।
আমি ‘দ্বিতীয় পুরুষ’ দেখে রেটিং দিচ্ছি দশে ছয়।
চলচ্চিত্রনাম : দ্বিতীয় পুরুষ। ভাষা : বাংলা। পরিচালক : সৃজিত মুখোপাধ্যায়। কান্ট্রি : ইন্ডিয়া। কাস্টিং : পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন, ঋতব্রত মুখোপাধ্যায় সুরকার : অনুপম রায় রিলিজকাল : ২০২০
রবিন দাস। মিউজিক ও ম্যুভিভোক্তা। থাকেন শহরেই, সিলেটে, বাংলাদেশে।
… …
- দেখোয়াড়ের দিনপত্রী ৪ || রবিন দাস - April 12, 2020
- দেখোয়াড়ের দিনপত্রী ৩ || রবিন দাস - April 7, 2020
- দেখোয়াড়ের দিনপত্রী ২ || রবিন দাস - April 5, 2020
COMMENTS