সিনেমানাম : রেনোয়া (Renoir) ।। পরিচালনা : Gilles Bourdos ।। রিলিজ : 25 May 2012 ।। সিনেমাটোগ্রাফি : Mark Lee Ping Bin সংগীত : Alexandre Desplat ভাষা : French (সাবটাইটেল পাওয়া যায় ইংরেজি সহ কয়েকটি ভাষায়)
সবকিছু বাদ দিলেও শুধুমাত্র সিনেমাটোগ্রাফি দেখার জন্য হলেও এই সিনেমাটা দেখুন।
প্রথমে একটা রিভিয়্যু পড়লাম। তারপর সিনেমাটা দেখলাম। একটু সতর্কতা অবলম্বন করেছি দেখার সময়। তা হলো রিভিয়্যু দ্বারা যেন বায়াসড হয়ে ম্যুভিটা না দেখি।
শিল্পীর জীবনের যে স্বাধীনতা তা সমাজকে উপেক্ষা করার মধ্য দিয়ে সঞ্চারিত হয় বলে আমার ধারণা। কিন্তু সমাজকে উপেক্ষা করার মধ্যে শৈল্পিক তাড়না যদি না থাকে তাহলে তা নিম্নশ্রেণির ভণ্ডামি হয়ে দাঁড়ায়। অগাস্ত রেনোয়া, তাঁর সন্তান জেন রেনোয়া এবং আন্দ্রের জীবনের প্রতিটি পর্ব এখানে সেই শৈল্পিক তাড়না দিয়ে গড়া।
মনস্তাত্ত্বিক জায়গাগুলো আমার বেশি ভালো লেগেছে।
কিন্তু ওই যে, ওই যে শুরুতেই বললাম, কালার আর ফ্রেমিং দেখেই আমি বুঁদ। আর, সিনেমাটা নতুন করে প্রেমের সঞ্চার ঘটাচ্ছে ভেতরে ভেতরে। প্রেম যে নানা মাত্রায়, নানান ভঙ্গিমায়, আন্ডারগ্রাউন্ড গেরিলার মতো অতর্কিতে হাজির হয়, তা তো জয় গোস্বামীর ‘হৃদয়ে প্রেমের শীর্ষ’ বইটা থেকেই জেনেছি।
তো? শুভমস্তু।
উল্লেখ্য, অপ্রাপ্তমনস্কদের জন্য এই সিনেমা নয়। অপ্রাপ্তবয়স্কদের জন্যও।
বিধান সাহা । কবি ও চিত্রী । নিবাস ঢাকা
… …
- ইচ্ছেশ্রাবণ ৬ || বিধান সাহা - August 26, 2020
- ইচ্ছেশ্রাবণ ৪ || বিধান সাহা - July 25, 2020
- ইচ্ছেশ্রাবণ ৩ || বিধান সাহা - July 15, 2020
COMMENTS