ঈদ : জর্জরিত মধ্যবিত্তের একচেটিয়া উদযাপন || আনম্য ফারহান

ঈদ : জর্জরিত মধ্যবিত্তের একচেটিয়া উদযাপন || আনম্য ফারহান

জর্জরিত মধ্যবিত্তের একচেটিয়া উদযাপন হইতেছে ঈদ। এইটা অশ্লীল। কুৎসিত।

এখনকার সমাজে মধ্যবিত্ত যেইভাবে নাক কান বুঁইজা প্রায় কোনোদিকেই না তাকাইয়া নিজের ধর্ম পালনে ব্রতী, অর্থাৎ শুধুই নিজেকে এবং নিজের প্রায়ান্ধ আইডিয়াকে রক্ষা করতে মরিয়া, এইটা সমাজে তাদের নিজের শ্রেণিরাজনীতিকেই বিপদে ফেলতে যাইতেছে। অস্তিত্বও তাদের বিপদাপন্ন।

গরিব আছে যেইখানে, সেইখানে মধ্যবিত্ত গরিবকে দেখাইয়া যতকিছু করে সেইটার একটা স্বাভাবিকতা আছে। বড়লোকের কাছাকাছি হওয়ার বা হইতে যাওয়ার একটা সূক্ষ্মতাও ওইটাতে থাকে। এইগুলা ভালো। কিন্তু সংকটাপন্ন মধ্যবিত্ত এখন গরিব প্রায় দেখতেই পায় না। বড়লোক এত বড়লোক হইছে যে সে তার দেখাও পায় না।

ফলে প্রায় উৎসববিহীন আমাদের বর্তমান কালচারে এবং সমাজে ঈদের যে তাৎপর্য, তা তো আগেই খেদানো হইছে, এখন মধ্যবিত্ত ফাঁপড়ে পড়ায় মধ্যবিত্ত-ডমিন্যান্ট সমাজচিত্র আর কাউকেই না দেখতে পারার জন্য নিজের সমূহ ক্ষতি করবে।

প্রতিযোগিতাহীন মধ্যবিত্ত কোনো মধ্যবিত্ত নয়।

ঈদ মোবারক!

১৭/৬/২৪


আনম্য ফারহান রচনারাশি
স্লটার প্ল্যানেট
বখরা ইদের গরুকাহিনি
কুর্বানির ঈদ গানপার সংকলন ২০২২

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you