বখরা ইদের গরুকাহিনি || সত্যজিৎ রাজন

বখরা ইদের গরুকাহিনি || সত্যজিৎ রাজন

সভ্যতার ঊষালগ্ন থেকে গরুই মানুষের সবচেয়ে কাছাকাছি প্রাণী। বলা যায় এই সভ্যতা গরুর দান। এটা একটা গরুসভ্যতা। তাই আমরা ছোটবেলা থেকে সকলেই ‘গরু’, ‘গরুর বাচ্চা গরু’, ‘গরু একটা’, ‘গরুয়ামি বন্ধ কর্’, ‘মাথায় গোবর’ ইত্যাদি গালি শুনতে শুনতে বড় হই।

সর্বপ্রাচীন পোষা গরুর চিত্র পাহাড়ের গায়ে অঙ্কিত অবস্থায় পাওয়া গেছে আফ্রিকার নুবিয়া অঞ্চলে প্রায় ২০ হাজার বছর আগে। পোষা প্রাণীর মধ্যে গরুই সর্বপ্রথম মানুষের পোষ মেনেছে অন্যান্য প্রাণীদের সাথে বেইমানি করে। বিশ্বপ্রাণঘাতীদের করে তুলেছে হৃষ্টপুষ্ট তাদের নিজেদের বালবাচ্চাকে বঞ্চিত করে। সেই প্রথম গরুর — মানে পোষা গরুর — পূর্বপুরুষ ছিল উরোগ।

গিলগামেশ ছিলেন প্রাচীন মেসোপোটেমিয়ার এক রাজা যিনি প্রতিদ্বন্দ্বী হিসেবে একটা ষাঁড় হত্যা করেছিলেন। সেটাকে বলা হচ্ছে স্বর্গীয় ষাঁড়। মানুষের লিখিত সর্বপ্রাচীন সাহিত্য মহাকাব্যেও ষাঁড় উপস্থিত। অর্থাৎ গরু। শুরুতেই এটা একটা গরুসভ্যতা বলার কারণ এইটাই যে গরুকে বাদ দিয়ে সভ্যতার কোনো ইতিহাস নেই।

প্রাচীন মিশরের সর্বপ্রাচীন দেবী এই গরুমাতা। তার নাম হাতোর। বাংলার ক্রিকেটে যেমন হাতুড়ে সিং, প্রাচীন মিশরে তেমনি এই গরুমাতাই প্রধান। তাছাড়াও বিশ্বের জনসংখ্যার দিক থেকে তৃতীয় স্থান দখলকারী হিন্দু বা সনাতন নামধারী ধর্মেও গরু এক প্রধান দেবতা। তাছাড়া দেবাদিদেব মহেশ্বর নামক হিন্দু দেবতার বাহনও এই গরু প্রজাতিরই এক দুঃখী প্রাণ বলদ। যাকে খুঁজা করে বলদে রূপান্তর করা হয়।

সিন্ধু সভ্যতায় গরুই ছিল প্রধান। নিচে সিন্ধুর সিলে দেখা যাচ্ছে একটা গরু বাঘের পিছন দিক দিয়ে আক্রমণ করেছে। নেপালের অন্যতম প্রধান দেবতাও এই ষাঁড় — যার নাম নন্দী, যার শিং নেই।

আমাকে কে যেন একবার পার্সোনালিটির সংজ্ঞা বলতে গিয়ে বলেছিল যে ‘অ্যা বুল উইথ হর্ন’। মানে শিংযুক্ত ষাঁড় হচ্ছে পার্সোনালিটি। আর লেসপার্সোনালিটি মানে ‘বুল উইদাউট হর্ন’। সুন্দর। মানুষ তার ব্যক্তিত্বের সংজ্ঞার সাথেও গরুকে যুক্ত করে রেখেছে।

মানুষের লেখাপড়ার ইতিহাসের প্রথম দিকের একটা প্রমাণ হচ্ছে, পাঁচহাজার বছর আগে এই গরুর হাতে ধরা জিনিস। এটা প্রটোইলামাইট একটা ভাস্কর্য। তাছাড়াও অর্ধপৃথিবী জয় করে নেয়া পারস্যের রাজা ক্যাম্বাসিস ছিলেন এক মহান গরু।

সো, কেউ যখন আপনাকে ‘গরু’, বা ‘গরুর বাচ্চা গরু’ বলবে তাতে বিমর্ষ না হয়ে খুশিতে তাকে দুইটা গুঁতা দিয়ে আসবেন। আর যদি সে নিজেকে ‘বাঘ’ ভেবে আপনাকে ‘গরু’ বলে তাইলে সিন্ধুর সিলের মতো করে পাছা দিয়ে শিং ঢুকিয়ে দেবেন।

১৭ জুন ২০২৪


সত্যজিৎ রাজন রচনারাশি
কুর্বানির ঈদ গানপার সংকলন ২০২২

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you