ফিক্স ইউ বাই কোল্ড প্লে || ইমরান ফিরদাউস

ফিক্স ইউ বাই কোল্ড প্লে || ইমরান ফিরদাউস

কোল্ড প্লে ২০০৪ সনে ফিক্স ইউ গানটি লানডানে বসে রেকর্ড করে এক্স অ্যান্ড ওয়াই গীতমালার জন্য। ২০০৫ সনে গীতটি প্রকাশিত হওয়ার পর আজতক শ্রোতাদের মাঝে ব্যান্ডের অন্যতম সিগ্নেচার গানরূপে পরিগণিত হয়ে আসছে। গুরুগম্ভীর নাদের যাজকীয় পিয়ানোর সুর, বাতাসকে বিমর্ষ করে গেয়ে-ওঠা ক্রিস মার্টিনের ব্যথাতুর কণ্ঠ আর সম্মিলিত প্রয়াসে লিখে-ফেলা এই গানটি রকব্যালাড বা শোকগাথারূপে এক নয়া চারণকাব্যের মর্যাদা লাভ করেছে সংগীতপিয়াসীবৃন্দের ভালোবাসায়। ক্ষিপ্র অথচ পৌনঃপুনিক রিদমলাইন, নিটোল বেজলাইন, তালমাতাল পারকাশন সমন্বয়ে ফিক্স ইউ  হয়ে ওঠে পোস্ট-২০০০ জেনারেশনের স্তবগীতি।

গানের কথা লিখেছেন ক্রিস মার্টিন / গাই ব্যেরিম্যান / জোনাথান বাকল্যান্ড / উইলিয়াম চ্যাম্পিয়ন। প্রযোজনার দায়িত্ব পালন করেছেন ক্যেন নেইলসন। পার্লোফোন লেবেল হতে পরিবেশিত।

এবার আপনারা শুনুন। ফিক্স ইউ !


ফিক্স ইউ


যখন তুমি তোমার সকল দিয়া কোশেশ কইরাও ব্যর্থ হও
যখন তুমি হাতে তা-ই পাও যা তুমি প্রত্যাশা করছ মাগার ঐটা অত দরকারী ছিল না
যখন তুমি ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু কিন্তু চোখে নাই একফোঁটা ঘুম
লটাকায় থাকো ঘটনার মগডালে
যখন কান্না জলের কলের মতো গড়াইতে থাকে তোমার চোখ হইতে
কারণ, তোমার খোয়া গেছে স্বপ্ন যার নাই বিফলে মূল্য ফেরত
যখন তোমার ভালোবাসা খাইছে চৌরাস্তায় ধরা
এর চেয়ে ব্যাডলাক আর কত খারাপ হইতে পারে!!
আগুনের পরশমণি দেখাইব তোমারে ঘরের রাস্তা
জ্বালাইব তোমার পর্দাকাহিনি
এবং আমারে তুমি পাইবা ইমার্জেন্সি ডায়াল লিস্টে
হব হাজির তোমার যাবতীয় টিশ্যুপেপার হয়ে
করতে মেরামত তোমার মনঃকম্পাস
কিন্তুক, উপরের নিচে বা নিচের উপরেও থাইকা
যখন তুমি ইউরেকা ইউরেকা বলে ছুটে বেড়াও তোমার সবেধন নীলমণি ভালোবাসা নিয়া
তখন তুমি কী জানো, সবার উপরে ট্রাই সত্য, তার উপরে নাই তোমার চাওয়ার মূল্য
আগুনের পরশমণি দেখাইব তোমারে ঘরের রাস্তা
জ্বালাইব তোমার পর্দাকাহিনি
এবং আমারে তুমি পাইবা ইমার্জেন্সি ডায়াল লিস্টে
হব হাজির তোমার যাবতীয় টিশ্যুপেপার হয়ে
করতে মেরামত তোমার মনঃকম্পাস
যখন কান্না জলের কলের মতো গড়াইতে থাকে তোমার চোখ হইতে
যখন তুমি নিউজফিডের ভিড়ের মতো হারায় ফেলো এমন
গুরুত্বপূর্ণ স্মৃতি যা আর খুঁজে পাও না আদরের মানুষটার মতন
এবং তখনও আমি …
আগুনের পরশমণির মতো দেখাইব তোমারে ঘরের রাস্তা
জ্বালাইব তোমার পর্দাকাহিনি
এবং আমারে তুমি পাইবা ইমার্জেন্সি ডায়াল লিস্টে
হব হাজির তোমার যাবতীয় টিশ্যুপেপার হয়ে
করতে মেরামত তোমার মনঃকম্পাস।।

… …

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you