মুখে ভাষা ফোটার আগেই আমি চিরবোবা হয়েছি!
তোমাদের সমস্ত আবিষ্কার আর
সমস্ত শিল্প-সাহিত্যের অহঙ্কার
আজ আমার কাছে কেবলই উন্মাদনা — অসার!
আমার মাতৃজঠর পেরিয়ে তোমাদের এই ধরায় এসেছিলাম।
দেখেছি গভীর তমসাচ্ছন্ন তোমাদের জগৎ,
দেখেছি তোমাদের মতো বর্বরদের আশ্চর্য মৌনতা,
দেখেছি মানবতা তোমাদের অস্থিসার, নগ্ন, নপুংসক।
প্রাণ বিকশিত হবার আগেই নিষ্প্রাণ হয়েছি!
জানিনি কেন আমার ক্ষুদ্র শরীরে পড়ল এত ভারী বোমা,
জানিনি কেন আমার অবুঝ অস্তিত্বে এত গুরুদণ্ড,
মরে গিয়ে জেনেছি তোমরা কতটা ভণ্ড!
আজ জায়োনিস্ট শকুনেরা
আরব-কাকেদের সাথে মিলেমিশে ভোজন করে
আমাদেরই নিরীহ রক্তমাংস!
এপ্রিল ২০২৫
মোহাম্মদ জায়েদ আলী রচনারাশি
গানপারে প্যালেস্টাইন
Latest posts by গানপার (see all)
- লোককবি তাজউদ্দিন ও তাঁর গান || জফির সেতু - November 25, 2025
- শাহজালাল শাহপরান গ্রামবাঙলায় গাজির গান || তুহিন কান্তি দাস - November 22, 2025
- আমাদের গ্রামের নাম আমাদের নদীর || কাজল দাস - November 19, 2025

COMMENTS