কবি মাসুদ খানের আজকে জন্মদিন। এই উপলক্ষে উনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাইছেন কবি চঞ্চল আশরাফ। সেই পোস্টে লেখক জেবুন্নেছা জ্যোৎস্না মাসুদ খানের শংসা করতেছেন ‘বিজ্ঞানমনা’ কবি হিসাবে।
‘বিজ্ঞানমনা’ কবি মানে কি? মানে সায়েন্সফিকশন করেন উনি কবিতায়? বা কবিতার ভিতর সায়েন্সের লোকের সায়েন্স দিয়া ভর্তি থাকে — সেইটা পাওয়া যায়?
কবিতাকে বৈজ্ঞানিক বললে ন্যারো করা হয় জিনিসটা। কবিতা যেমন শুধুই দার্শনিকতা না, তেমনই শুধুই ন্যারেশান না। তেমনই শুধুই নিসর্গের কথাবার্তা না। তাই এইগুলা বললে ঝামেলা তৈরি হয়। বিজ্ঞান, কবিতায় একটা ব্যবহৃত মাধ্যম বা বিশ্ববীক্ষার পদ্ধতি যেইটা অনেকটা রেশনালিটির মতো, তবে শুধুমাত্র রেশনালিটি দিয়ে নিশ্চয়ই কবিতা হয় না।
বিজ্ঞানমনা/জীবনমুখী/মানবিক/নিসর্গচারী/পারলৌকিক ইত্যাদি ইত্যাদি অভিধার মাধ্যমে শ্রেণীকৃত কবিতা বা কবিকে আসলে একটা কবিতা-সমাজের শ্রেণীতেই নিপতিত করা হয়। এইটাও সামাজিক শ্রেণীর মতোই একটা খারাপ ট্রিটমেন্ট।
অ্যাকাডেমিকদের শ্রেণীকরণের প্রতিও একই সমালোচনা।
২৯/৫/২০২৪
- শীত || আনম্য ফারহান - October 10, 2025
- ১৫, ১৬, ১৭, ১৮ … || আনম্য ফারহান - August 9, 2024
- গুড ভার্সাস ইভিল সবসময়ই কন্টেক্সট মুখাপেক্ষী || আনম্য ফারহান - July 15, 2024

COMMENTS