কোকস্টুডিয়োবাংলা থার্ড সিজনের আলোচ্য গানটা (মা লো মা ঝি লো ঝি) নিয়া গানপারে সরোজ মোস্তফার ‘কার গান — রশিদ উদ্দিন না খালেক দেওয়ান’ রচনাটা ছাপা হবার দিন-দশেক পরে ফেসবুক একে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনের আশঙ্কায় রিম্যুভ করে দেয়। যার ফলে এই রচনার শতাধিক শেয়ার (সোশ্যাল মিডিয়ায়) কার্যত তামাদি হয়া যায়, লিঙ্কগুলা আর কাজ করে না। আলোচনা যা-কিছু চলতেসিলো ও চলবার আশা আরও যতটুকুনই ছিল সবই ভেস্তে যায়। যেহেতু ‘দুইবাংলার মিলনমেলা’ বলিয়া মান্যগণ্য কোকস্টুডিয়োবাংলা রায় দিসেন এইটা খালেক দেওয়ানের, অন্যদিকে সরোজ মোস্তফার ফ্যাসিলিটেশনে এই বিচার নিয়া ভাববার তথা পুনর্বিবেচনার কিছু স্কোপ তৈয়ার হচ্ছিল এবং যার অল্পকিছু নমুনা গানপারেও ক্রমশ উত্তোলন করতেসিলাম আমরা, দেওয়ানডাইনাস্টির বক্তব্য দলিলায়িত করা আবশ্যক মনে করি নাই আমরা একটা কারণে; — কেননা, বাংলা গানের চিফ জাস্টিস কোকস্টুডিয়োবাংলা আগেই ডিক্রি দিয়া রাখসেন মালটার মালিকানা কার। কার আবার — খালেক দেওয়ানের ছাড়া? কাজেই, জিগাইবার আর দরকার নাই, ভাই বিচারপতি, কীসের ভিত্তিতে এহেন গণগুরুত্বপূর্ণ রায়খানা ফর্মাইলায়? জিগাই না, পাছে আদালত অবমাননা হয়া যায়! আর জিগাইবেনটা কারে? কে এই কোকের দোকানদার? শায়ান চৌধুরী অর্ণব? সৈয়দ গৌসুল আলম শাওন? নাকি ‘শুইন্যেরও মাঝার’ বসে থাকা অ্যাডমিন কিসিমের কেউ? উপায় নাই এইসব জ্ঞাতব্য নিয়া জ্ঞানচক্ষু উন্মীলনের। কোকের গানের লগে টিউবে এঁটে থাকা ডেস্ক্রিপশন পার্টে যেয়ে ত্যানাত্যানা (তন্নতন্ন) খুঁজে এমন কোনো তথ্য আমরা পাই নাই যা দেখে মনে হবে যে এই লোকটারে মেইলে একটু জিগাই কী কী আলামত বিবেচনায় নিয়া আপনারা রায় দিলেন স্যার? যদি থাকতও, দরকার মনে করতাম না জিগাইবার। কারণ, ‘গানটা কার’ হেন প্রশ্নে দুশ্চিন্তিত নয় গানপার। বরং ‘গানটা কার’ তা নির্ধারণ করবার রাস্তায় কী কী জিনিশ কন্সিডারেশনে নিয়া রায় দেয়া হচ্ছে সেইটাই নিরিখ করবার ব্যাপার। আর, কর্পোরেট লর্ডের রায় শিরোধার্য করা ছাড়া আপনার-আমার উপায়ও তো অল্পই। আমরা এমন এক ভূখণ্ডের পাব্লিক যেখানে মতলবছাড়া মানুষ মছর করা নামুমকিন। পণ্ডিতদের প্রতিক্রিয়া দেখলেও বোঝা যায় এরা পেইড স্টাফ, অথবা টু বি পেইড, পণ্ডিতদের জনম যায় আশায় আশায় একটা-কোনো কোমরদোলানো কর্পোরেটিক অ্যাওয়ার্ডের। কাজেই, মি লর্ড, কোকস্টুডিয়োবাংলার রায় ঘোষণার পরেই ইনডিড গানপার বা এই কিসিমের জায়গাগুলা থেকে একটু ‘অন দি আদার হ্যান্ড’ যদি কিসু-একটা কারো বলার থাকে সেইটাই আমরা কাভার করতে চাই। কিন্তু রায় যার পক্ষে গেসে, এক্ষেত্রে যেমন খালেক দেওয়ান, তার আর বক্তব্য দিবার কিসু থাকে না; কারণ, মহামান্য কোকস্টুডিয়োবাংলা তার সমস্ত ‘বক্তব্য’ শুনেই নিশ্চয় রায় দিসেন। আর, আমরাও মনে করি না খালেক দেওয়ানের নাতিপুতিদের তাতে অ্যাশেইমড হবার কিছু আছে। কেননা, তারা তো প্রতিষ্ঠা পায়া গেসেন অলরেডি চিফ জাস্টিসের চেম্বারে; একটাই শুধু প্রশ্ন, রশিদ উদ্দিনের খানকা শরিফ না-থাকায় উনার পক্ষে একটাও উকিল কী ‘ইয়োর অনার’ বলে খাড়াইব না! গানপার থেকে এই কারণেই আমরা ‘উভয় পক্ষের বক্তব্য’ হাজির করবার ‘সাম্বাদিকতা’ মারাইতে যাই নাই; মারাইতে গেলে তা আমাদের বিবেচনায় বেহুদা বাহুল্য হয়, তাই। কিন্তু আমাদের বাপঠাকুর্দার চেয়েও অভিজ্ঞ ‘সোশ্যাল মিডিয়া’ আমাদেরে সাব্যস্ত করতেসে যে আমরা স্ট্যান্ডার্ড লঙ্ঘন করতেসি, যে-স্ট্যান্ডার্ড মহাকালিক বাংলা গানের মহামান্য কোকস্টুডিয়োবাংলা সেট করে দিসে। অ্যানিওয়ে। ভাই সোশ্যাল মিডিয়া, আমরারে ভুল বুইঝো না। পাঠক-শুভানুধ্যায়ীদের হাতে হাতে শতাধিক শেয়ার-হওয়া লিঙ্কগুলা কাজ করতেসে না, তাই আমরা পার্মালিঙ্ক পাল্টায়া আবার শেয়ার দিলাম। তুমি নাখুশ হয়ো না ফার্দার। যদি পারো কোকস্টুডিয়োবাংলার লগে আমরারে একটু বাতচিতের মওকা বাগায়া দাও, যাতে জিগাইতে পারি ক্যাম্নে কী ইত্যাদি। কিন্তু গৌসুল শাওন বা শায়ান অর্ণব উনারা তো আর মূল দোকানদার না, উনারা তো দোকানির পয়সায় পালা খাওয়া পাবন্দ্ পেশাজীবী মাত্র। যদি কোনো একক গবেষক বা বোর্ড-অফ রিসার্চার্স বাস্তবে বিরাজে, সেইটার লগে আমরারে কানেক্ট করায়া দ্যাও, যাতে আমরা তোমার কমিউনিটি স্ট্যান্ডার্ড না-ভায়োলেট করে মেইলে চুরি চুরি চুপকে চুপকে জেনে নিতে পারি, শিক্ষিত্ করে তুলতে পারি নিজেদেরে। আর, উনারা যদি কিছু পয়সাপাতি দ্যায় আমরারে, সেই ব্যাপারেও তুমি দালালিটা চালাইতে পারো; কোকঢোল বাজাইতাম পারতাম তাইলে দিনরাইত টাকডুম টাকডুম। আর, ওহো, দুঃখপ্রকাশ করবার কিছু নাই, পাঠক-শুভানুধ্যায়ীদের লিঙ্ক বিকল হবার জন্যে; কেননা, আজকের জমানায় আপনার যে-কোনো ধরনেরই বিরুদ্ধমতের নসিবে লিঙ্কবৈকল্য তো ফুহ্, অস্তিত্ববৈকল্য ঘটাটাও অস্বাভাবিক নয়। কেউ যদি গানপার নিয়মিত পড়তে চান, সোশ্যাল মিডিয়ায় না-বিছড়ায়া ডাইরেক্ট সাইটে এন্টার করে আপনার ডিভাইসের ডাইনের টপকর্নারে অনুসন্ধান অপ্শনে যেয়ে লেখকনাম বাংলায় লিখে সার্চ দিবেন। আজকে কেবল সরোজ মোস্তফার লিঙ্কটা রাখলাম এইখানে। দেখুন, পড়ুন, সম্ভব হলে গানপারে কন্ট্রিবিউট করুন। ধইন্যবাদ। — গানপার
কার গান — রশিদ উদ্দিন না খালেক দেওয়ান
বাউল গান : অথেনটিসিটি ও মালিকানার প্রশ্ন
গানপারে কোকস্টুডিয়ো
কোকস্টুডিয়ো কম্পোজিশনে আলোচ্য গান
কোকোন্মত্ত সমকালীন বঙ্গসমাজ
- শিরোনাম রাষ্ট্রসংস্কার - September 6, 2024
- হাসিনাপতন : পাঠোত্তর প্রতিক্রিয়া ও তাৎক্ষণিক সংযোজন || মোস্তাফিজুর রহমান জাভেদ - September 4, 2024
- শিক্ষকের পদ || পূজা শর্মা - August 27, 2024
COMMENTS