লেট এইটিজে ঝড় তোলা কাওমা, জ্যামাইক্যান বনিএম, সুইডিশ অ্যাবা…এরা সব কোথায় হারিয়ে গেল! কাওমা, কমেন্ট সেকশনে একজন লিখেছেন, তাঁর ফার্মহাউজে নির্মমভাবে খুন হয়েছিলেন। খুনের কারণ পুলিশ নাকি ঠিকঠাক আন্দাজ করতে পারেনি। মিড নাইনটিজে, আকাশ সংস্কৃতি সবে প্রবেশ করেছে দেশে, এমটিভিতে লাম্বাডা গানটি হরহামেশা বাজতে দেখেছি। সাম্বায় চিরাচরিত ব্রাজিলকে গানটি একনিমেষে সামনে হাজির করে। কাওমার অকালে ভ্যানিশ হওয়াটা মর্মান্তিক বটে!
কাওমার লাম্বাডা গানটা নিচের লাইনটায় ক্লিক করলেই মিলবে —
Latest posts by গানপার (see all)
- ভোটবুথ, ভূতভোট, বজরঙবলি ও বেবুন - November 26, 2024
- ক্বারী আমীর উদ্দিন সান্নিধ্যে সেদিন || তারেক আমিন - November 20, 2024
- পোয়েট ও তার পার্টনার - October 19, 2024
COMMENTS