ডিস্কোগান ও নাজিয়া হাসান

ডিস্কোগান ও নাজিয়া হাসান

বাপ্পী লাহিড়ী ও মিঠুনের ডিস্কো ড্যান্সার   নিয়ে নতুন কিছু বলার নাই। ডিস্কো ঘরানার গানে আই অ্যাম অ্যা ডিস্কো ড্যান্সার   বা জিমি জিমি-র আবেদন অবিনশ্বর।

ডিস্কো ড্যান্সার-এ বাপ্পী লাহিড়ী, বিজয় বেনেডিক্ট ও মিঠুন চক্রবর্তীর কামিয়াবি ফেনোমেনাল কিন্তু পথিকৃৎ নয়। নাজিয়া ও জোহেব হাসানের হাত ধরে ডিস্কোজ্বর উপমহাদেশে প্রবল হয়ে উঠেছিল আগেই। ক্যাসেট ও কিছুদিন বাদ ভিসিডি জামানা নাজিয়া একলা দখলে রেখেছিলেন।

অটো টিউনিংয়ের ফন্দিফিকির ছিল না তখন। দরকার হয়নি ওসবের। বিউটির সঙ্গে কণ্ঠস্বর ছিল নিখাদ। হতে পারে ডিস্কোগান কিন্তু লিরিক পাক্কা ছিল। তাতেই বাজিমাত। মাত্র পঁয়ত্রিশ বছর বেঁচেছিলেন নাজিয়া। ফুসফুসের ক্যান্সার আয়ু কেড়ে নেয়। তার সাথে জোহেব হাসানকে হাওয়ায় মিলিয়ে যেতে দেখলাম।

সম্ভাবনার মুত্যুই হলো যেন!

নিচে পরপর তিনটি লিঙ্কে নাজিয়া হাসানের তিনটা গানের নজির রাখা গেল, অঙ্গুলিক্লিকেই লভ্য :

ডিস্কো দিওয়ানে : নাজিয়া হাসান ও জোহেব হাসান
বুম বুম : নাজিয়া হাসান
আপ য্যায়সা কোই : নাজিয়া ও বিদ্দু  

আ.মি.


গানপারে হ্যাপি লিসেনিং

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you