আশফাক নিপুনকে নতুন কোনো গল্পই বলতে হয়নি। যে গল্পটা আমরা সবাই জানি, কিন্তু বলার ভাষা হারিয়ে ফেলেছি, তিনি অবলীলায় সেই গল্পটাই বলেছেন। ইনোসেন্টলি বলেছেন। বানাতে হয়নি। সত্যই যেখানে থ্রিলারের চেয়ে বেশি, সেখানে বানানো গল্পের কী দরকার?
শিল্পচর্চার পৃথিবীতে কোনোদিন যদি ‘স্বাভাবিক’ এবং ‘চাপমুক্ত’ সময় ফিরে আসে, তখন মহানগর সিরিজকে খুব সাদামাটা গল্পই মনে হবে। কিন্তু সে সময় হয়ত আর কোনোদিনই আসবে না। যে কারণে এই গল্প বলার ঘটনাটিকে সেলিব্রেট করা দরকার।
নতুন মাধ্যমের সামনে এস্টাবলিশমেন্ট ও ক্ষমতা খানিকটা কনফিউজড অবস্থায় থাকে। ২০০৭/২০০৮-এর দিকে ফেসবুকের ক্ষেত্রে যেমন হইছিল। আমরা আমাদের যাবতীয় বিপজ্জনক চিন্তাভাবনা ফেসবুকের মাধ্যমে ছড়ায়ে দিতে পারছিলাম। বছর পাঁচেক এই প্রিভিলেজ ছিল। তারপর পুরানো ক্ষমতা এই মাধ্যমকে অনেকটাই কব্জা করে নিলো।
একই অবস্থায় এখন ওটিটি। স্বর্ণযুগ চলছে তার। সত্যযুগও চলছে। এটাই মোক্ষম সময়, নিজেদের গল্পগুলো বলে ফেলতে হবে। বেশিদিন এই রমরমা থাকবে না। এম্পায়ার উইল স্ট্রাইক ব্যাক!
Latest posts by গানপার (see all)
- যেভাবে হয়ে ওঠে ‘এসো আমার শহরে’ || শিবু কুমার শীল - March 6, 2025
- Basudeb Dasgupta’s ‘Randhanshala’ The Cooking Place translated by Sourav Roy - March 4, 2025
- ভিক্টোরিয়া অ্যামেলিনা ও যুদ্ধদিনের ইউক্রেনীয় কবিতা || জয়দেব কর - February 17, 2025
COMMENTS