নিঃসঙ্গ লড়াকু || সুমন রহমান

নিঃসঙ্গ লড়াকু || সুমন রহমান

মাঝে মাঝে মনে হতো, ইতিহাসের পাতা থেকে উঠে এসেছেন। এত নিঃসঙ্গ, এত লড়াকু, এত পৌরাণিক! কী অদ্ভূত, ডা. জাফরুল্লাহ! আপনি ছিলেন আমাদের মতো ভীতু, বামন আর কম্প্রোমাইজড মানুষদের মাঝে। অন্য গ্রহ থেকে ছিটকে আসা কোনো নক্ষত্রের মতো।

.
ভাগ্যিস পৃথিবীতে কোভিড এসেছিল! আমরা যে যার দরজায় খিল এঁটে টিভির পর্দায় আপনার নিঃসঙ্গ লড়াই দেখতে পেরেছিলাম!

.
অথচ আমরা আপনার জন্য একেবারেই তৈরি ছিলাম না। আমাদের সময়টা হলো সুপারহিরোদের সিনেমার পর্দায় দেখার সময়। অথচ এই সময়টাকে কত সহজে কত কঠিনভাবে আপনি নিজের করে নিলেন!

.
পৃথিবীতে আর খুব বেশি বীরের জন্ম হবে না। আমার ভাগ্য যে, আপনার সময়ে জন্মাতে পেরেছিলাম।

.
বিদায়, ডা. জাফরুল্লাহ! এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর।


সুমন রহমান রচনারাশি

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you