বইমেলায় বিদেশি/ইন্ডিয়ান বই || কাজল দাস

বইমেলায় বিদেশি/ইন্ডিয়ান বই || কাজল দাস

বইমেলায় ইন্ডিয়ান/বিদেশি বই বিক্রির পক্ষে আমি।

সারাবছরই ইন্ডিয়ান প্রিন্টের বই কিনি গলাকাটা দামে। এতে করে ক্রেতা হিসেবে আমার পকেট থেকেই টাকা যায়। বইমেলায় যাতে বিদেশি বইয়ের উপরে ছাড় দেশি বইয়ের চেয়ে বেশি থাকে সেই ব্যবস্থা করা যেতে পারে।

একুশে বইমেলার চেতনা দিয়ে আমার পকেটে দুই পয়সা আসে না। আর মাতৃভাষার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। আলাদা করে বইমেলায় বিদেশি বই বিক্রির বিরোধিতা করে ভাষাকে সম্মান জানানোর দরকার নাই।

দিনশেষে লেখক একজন শ্রমিক, বই একটি প্রোডাক্ট, আর মেলা তো একটা হাটবাজারই। এখানে চেতনার তেমন কিছু নাই। পুরো ব্যাপারটাকে বাণিজ্যিকভাবে দেখলেই সুবিধা।


কাজল দাস রচনারাশি

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you