ইরফান খানের অভিনয় করা সেরা সিনেমা কোনটা? আপনি বেশ কিছু ছবির নাম বলবেন একদম মুখস্থ। সবার আগে হয়তো ‘লাঞ্চবক্স’-এর কথাই বলবেন। আমারে কেউ জিজ্ঞেস করলে আমিও তা-ই বলতাম হয়তো।
কিন্তু এই লাঞ্চবক্সের আগে ইরফান যে কোন ব্যক্তিত্বের আর কোন জায়গার অভিনেতা তার একটা রূপক সিনেমা আছে। ফানি, মশলাদার, কিন্তু আমার কাছে ওইটাই তার বলিউডলাইফের সেরা ছবিগুলোর একটা মনে হয়। সেই ছবির নাম ‘বিল্লু বারবার’।

বিল্লু বারবার হইতেছে সমগ্র বলিউডের ও ইরফান খানের অভিনয়জীবনের একটা পরোক্ষ চিত্র। কেমনে? সিনেমার গল্প বলায় আমার রুচি নাই। তাই আপনি না দেখে থাকলে গুগল করে নিতে পারেন। কোনও সমস্যা নাই। বিল্লু হইতেছে সাধারণ মানুষের মুখ। আর বলিউডের সিনেমা হইতেছে সাহির খান। এইটাই একদম ক্ল্যাসিক ও প্যারালাল চিত্র। এখন ইরফান মরলে আপনার খারাপ লাগবে। কারণ সে আপনার প্রতিবেশীর মতো অভিনেতা। আপনার মতো চরিত্র অভিনয় করছে বইলা। এই ক্ষেত্রে বলিউড বা অন্য মেগাস্টারদের মধ্যে কেউ যদি মইরা যাইতো, তাইলে তারে হয়তো অন্য কারণে ভালোবাসতেন। সেইটার সাথে আপনার বাস্তবতার মিল কম। কল্পনার মিল বেশি।
‘বিল্লু বারবার’ সিনেমার কথা বলতেছিলাম এই কারণে যে, এইটাতে এই কল্পনা আর বাস্তবের একটা কাল্পনিক মিল দেখাইছে। যেইটা সমাজ অনেক সময়ই প্রত্যাশা করে। হ্যাঁ, সুপারন্যাচারাল সিনেমায় যেমন ভিলেনকে প্রত্যাশিত উত্তম-মধ্যম দেয়া হয় ওইটাও প্রত্যাশা তবে ওইটা সমাজের প্রত্যাশা না ব্যক্তির অভিলিপ্সা এইটা আমরা জানি ও বুঝি।

পারতপক্ষে এই রকম সমাজের দুই স্তরের মিল অসম্ভবই বলা চলে। যদিও এই মিলটা থাকলে সমাজকাঠামো মজবুত থাকে। আর লিগ্যাসির বিষয়টাও তো কিছুটা আছেই। এইসব কারণে ফলে ‘বিল্লু বারবার’ একটা ভালো ছবি। আমি এনজয় করি এইসব ছবি।
ইলিয়াস কমল রচনারাশি
সিনেমার চিরকুট প্রবাহ
গানপারে ইরফান
- সিনেমার চিরকুট ২৭ - October 19, 2025
- বাংলাদেশের সিনেমা নিয়া আমি লিখতে আগ্রহী || ইলিয়াস কমল - October 1, 2025
- সিনেমার চিরকুট ২৬ - September 24, 2025

COMMENTS