সম্ভবত সবচেয়ে বেশি যে-কাজটা আমি করি তা হচ্ছে পড়া। আমি বই পড়ি হপ্তায় কম করে হলেও তিনটা।
আমার কাছে বন্ধুর সংজ্ঞা জিগ্যেশ করা হলে আমি বলব বন্ধু হচ্ছে সে-ই যে আমার সবচেয়ে দুর্বল আর নাজুক দশার সবকিছু জেনেও আমাকে সে ভালোবাসে ভ্রুক্ষেপহীন।
শিল্পীর দায় জিনিশটা আমার মনে হয় সাধারণের চেয়ে জটিল। লোকে যেমনটা ভাবে তারচেয়ে অনেক অনেক বেশি জটিল।
জুলিয়া রবার্টস আর স্যান্ড্রা বুলক সাধারণত রোম্যান্টিক কমেডি ধাঁচের ম্যুভিগুলো করে থাকে। আমি করি ডার্ক ড্রামা। ডার্ক ড্রামা ধাঁচের ম্যুভিগুলোতেই আমি স্বচ্ছন্দ বেশি।
সাইকোলোজি জিনিশটা আমার পছন্দের সবসময়। আর সাইকোলোজি নিরীক্ষণ করার সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে নিজেদের পরিবার।
এইটা মানুষের এক স্ববিরোধপূর্ণ কৌতূহলপ্রদ সুন্দর ব্যাপার যে একইসঙ্গে সে চায় নির্জন নিরালায় শান্তিতে থাকতে এবং অন্যদিকে সে একা থাকতে ভয় পায়। আমি নিজে এই দুইয়ের বৈপরীত্য নিয়া হামেশা ফাইট করি নিজের সঙ্গে।
চয়ন, সংকলন ও অনুবাদন : বিদিতা গোমেজ
… …
- শৈলিন উডলির কথাগুলি (৭) - August 11, 2019
- কেইটের কথাবাত্রা (১০) - July 25, 2019
- টিল্ডা টোল্ড (২) - May 12, 2019
COMMENTS